স্থানীয় সংবাদ
ক্বিরাত, হামদ্-নাত ও বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল আজ

# পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(স.) উপলক্ষ্যে কেসিসির উদ্যোগে #
খবর বিজ্ঞপ্তি ঃ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) ২০২৪ পালন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ সোমবার সকাল ৯টায় নগর ভবনে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা, কেসিসি পরিচালিত মক্তবসমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বিরাত, হামদ্-নাত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেসিসি’র প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: হেলাল মাহমুদ শরীফ এবং সভাপতিত্ব করবেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।