খুলনার বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে শিববাড়িতে জনতার ঢল

স্টাফ রিপোর্টার ঃ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে খুলনার শিববাড়িতে চলতে বিএনপির বিভাগীয় সমাবেশ। আওয়ামী সরকারের পতনের পর নির্বিঘেœ সমাবেশের আয়োজন করতে পারায় নেতা-কর্মীদের ঢল নেমেছে। নগরীর প্রতিটি ওয়ার্ড ও থানাসহ আশপাশের একাধিক জেলা থেকে মিছিল নিয়ে সমাবেশে এসেছেন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো শিববাড়ি এলাকা। তীব্র রোদ উপেক্ষা করে মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করছেন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেল ৩ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে এ সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশে সভাপতিত্ব করেন এ্যাড. এস এম শফিকুল আলম মনা। দীর্ঘদিন পর সমাবেশে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নড়াইল থেকে আসা আল-আমীন। তিনি বলেন, ফ্যাসিবাদ সরকারের পতনের পর আমরা মুক্ত হয়েছি, বাংলাদেশ এখন স্বাধীন। এই বাংলাদেশের একনায়কতন্ত্রের কোন জায়গা নেই। এই স্বাধীন দেশে সকলের সমান অধিকার রয়েছে। খুলনার সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান।