সততা, দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বিশ^বিদ্যালয়কে আরো এগিয়ে নিতে হবে

# কুয়েট কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় নবনিযুক্ত ভিসি বলেন #
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেছেন‘‘ বিশ^বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে সকলে মিলেমিশে এই বিশ^বিদ্যালয়কে আরো এগিয়ে নিতে আমাদের প্রত্যেককে নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠার সাথে দায়িত্বপালন করতে হবে। তিনি বলেন জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর পৃথিবীতে নেতৃত্ব দিতে এই বিশ^বিদ্যালয়ে গবেষণার পরিধি আরো বাড়ানো হবে। এ ক্ষেত্রে বিশ^বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদেরকে কর্মক্ষেত্রে আরো মনোনিবেশ করতে আহবান জানান। বিশ^বিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ দায়িত্বগ্রহণের পর বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী- শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসাবে গতকাল বুধবার সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের অডিটরিয়ামে কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। অনুষ্ঠানে কর্মচারীদের পক্ষ থেকে উঠে আসা বিভিন্ন দাবি দাওয়ার বিষয়ে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর তাঁর স্বভাবসুলভ খোলামেলা ভাষায় উত্তর দেন। তিনি বলেন, বিশ^বিদ্যালয়ে আপগ্রেডেশনে এক নীতিমালা থাকা উচিত। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে। তিনি বলেন, বিশ^বিদ্যালয়ের স্বার্থে জ্ঞান অর্জন এবং দক্ষতার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। তিনি নিয়মনীতির মধ্যে থেকে সকলের বৈধ ও ন্যায্য দাবি বাস্তবায়নে সকল পদক্ষেপ নেওয়ার আশ^াস প্রদান করেন। মতনিবিময় সভায় বক্তৃতা করেন বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, আন্তঃবিশ^বিদ্যালয় কর্মচারী ফেডারেশনের অন্যতম উপদেষ্ঠা ও কুয়েট সমিতির কর্মচারী সমিতির সাবেক সভাপতি মোঃ ইমদাদুল হক, সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার, মোঃ তৈয়বুর রহমান, মোঃ কামরুল ইসলাম, আব্দুল্লাহ ইবনে সাঈদ, আঃ হালিম। এ সময় বিশ^বিদ্যালয়ের সর্বস্থরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কর্মচারী সমিতির নেতৃবৃন্দসহ বিশ^বিদ্যালয়ের কর্মরত কর্মচারীদের বক্তব্য ধৈর্য সহকারে শোনেন এবং উত্থাপিত সকল প্রশ্নের উত্তর দেন। বিকাল সোয়া ৫টায় তিনি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।