রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করা সরঞ্জামসহ ২ জন গ্রেফতার মিনি ট্রাক

# র্যাব-৬ এর অভিযান #
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্রের ম্যাটারিয়াল এলাকা থেকে কনস্ট্রাকশন কাজে ব্যবহ্নত মালামালসহ ২ জন কে গ্রেফতার করেছে খুলনা র্যাব-৬ এর সদস্যরা। এসময় চুরি কাজে ব্যবহ্নত একটি মিনি ট্রাক জব্দ করা হয়। র্যাবের একটি আভিযানিকদল গোঁপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে ফকিরহাট উপজেলার কাটাখালী গোলচত্বর এলাকা থেকে ট্রাকসহ দুইজন কে আটক করা হয়। আটককৃতরা হলো খুলনা দাকোপ উপজেলার চুনপুরি গ্রামের মোঃ খালিদ হাসান শেখ (২১) এবং ২। মোঃ রুহুল আমিন মল্লিক (২১)। খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে বুধবার সকালে পাওয়া এক মেইল বার্তায় জানানো হয়, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিআইএফপিসিএল কোম্পানীর সিকিউরিটি সুপারভাইজার খুলনা র্যাব-৬ বরাবরে একটি অভিযোগে বলেন গত ১৬ সেপ্টেম্বর রাতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের এসএস স্টীল বার এবং লোহার সরঞ্জামাদি চুরি হয়েছে। উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং চুরিকৃত মালামাল উদ্ধার ও উক্ত চুরির সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি গোল চত্বরের পশ্চিমে হাইওয়ে পুলিশ বক্্েরর সামনে থেকে ট্রাকসহ দুজন কে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে চুরিকৃত ৪ হাজার ২০ কেজি লোহার সরাঞ্জামাদি- ১ হাজার ৪৫ কেজি এস এস স্টীল বার ও ২ কেজি তামার তার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাই মালের আনুশানিক মুল্য প্রায় ৪ লাখ টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে গ্রেফতার দুজন কে ট্রাকসহ রামপাল থানায় সোপর্দ করা হয়েছে।