স্থানীয় সংবাদ

সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ নগরীর সোনাডাঙ্গা থানাধিন ছোট বয়রা মেইন রোডে শেখ রাশেদুজ্জামান ও শেখ আবুল বাশার তাদের পৈত্রিক জমিতে পারিবারিকভাবে বসবাস করে আসছে। কিন্তু ১৮ সেপ্টেম্বর শেখ আবুল বাশার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শেখ রাশেদুজ্জামানের পরিবারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ঘড়যন্ত্রমুলক সংবাদ পরিবেশন করে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শেখ রাশেদুজ্জামান খুলনা প্রেসক্লাবে জানান, শেখ আবুল বাশার রানা ও তার ভাই এজাজ আহমেদ রমি তাদের বসবাসযোগ্য জমি জোরপুর্বক দখল করে আছে। এনিয়ে অনেকবার এলাকায় পারিবারিক শালিস বিচার হয়েছে। তবুও তারা বিচার না মেনে তাদের নামে ১০ সেপ্টেম্বর থানায় জিডি করে এবং ওই দিনই আমাদের বাড়ির গাছপালা কেটে নেয়। এঘটনায় কাউন্সিলরের সামনে উভয় পক্ষে মিমাংসা চলাকালিন আবুল বাশার একজন শালিসদার শেখ আসাদুজ্জামান (৭২) কে মারপিট করে। পরে তারা মতিয়ার রহমানের ছেলে ১২ বছরের ইমনের সঙ্গে ঝগড়া করে তার গলা চেপে কলম ডুকিয়ে দেয়। ইমন নিজের জীবন বাঁচাতে তাকে ধাক্কা দেয়। তখন আবুল বাশার পড়ে গিয়ে সাইন বোর্ডের সঙ্গে লেগে সামান্য আঘাতপ্রাপ্ত হয়। ইমনের ভাই মামুন এগিয়ে এলে তাকে আবুল বাশার ও তার ভাই এজাজ আহমেদ মামুনকে মারধোর করে হাত ভেঙ্গে দেয়। এত ঘটনা ঘটানোর পরও প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে মিথ্যা, বানোয়াট ও ঘড়যন্ত্রমুলক তথ্য দিয়ে আমাদের হয়রানি করছে। এরপরও তারা বাড়ির সামনের গাছপালা কেটে নিচ্ছে। একাজে তাদের মানা করলে তারা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।
আবুল বাশার ও তার ভাই এজাজ আহমেদ নিজেদের জমি ছাড়াও আমার জমিতে বসবাস করেও আমাদের নামে মিথ্যা অভিযোগ করছে। যা আমাদের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর অবগত রয়েছেন। আমরা বর্তমান পরিস্থিতির তদন্তপুর্বক সঠিক বিচার দাবি করি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button