যশোরে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই : মামলা দায়ের

যশোর ব্যুরো : চাঁদাবাজি সন্ত্রাসীদের সাথে মিশতে রাজী না হওয়ায় প্রতিবেশী চিহ্নিত সন্ত্রাসীরা রাব্বি (২২) নামে এক যুবককে রাতে পূর্ব শত্রুতার কারনে ঘিরে ধরে ছুরিকাঘাত ও লোহার রড দিয়ে আঘাত করে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় বুধবার দিবাগত গভীর রাতে আসামীদের নাম উল্লেখসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ৩/৪ জনের নামে মামলা হয়েছে। মামলাটি করেন, আহত যুবকের ভাই যশোর সদর উপজেলার মুড়লী মোড় পাঁচতলা বিল্ডিং এর পাশে আব্দুল মান্নানের ছেলে রবিউল ইসলাম। মামলায় আসামী করেন, প্রতিবেশী মৃত এরফান আলী বাচ্চার ছেলে সাগর হোসেন,শহরের বকচর আল আমিন মসজিদেও পাশে সানোয়ার ওরফে এসডি মাখন লালসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
এামলায় বাদি উল্লেখ করেন,তার ভাই রাব্বি বিদেশ যাওয়ার জন্য প্রস্তুুতি নিচ্ছে। উক্ত আসামীরা এলাকায় চাঁদাবাজি করাসহ বিভিন্ন অপরাধ মূলক কাজ করে বেড়ায়। আসামীরা বিভিন্ন সময় বাদির ভাইকে তাদের সাথে চলাফেরা করাসহ বিভিন্ন অপরাধ মূলক কাজ করতে বলে। বাদির ভাই আসামীদের সাথে চলাফেরা করতে রাজি না হলে আসামীরা রাব্বিকে খুন জখম করার হুমকী দিয়ে আসছিল। গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বাদির ভাই ঔষধ কেনার জন্য বাড়ি হতে বের হয়ে রাত অনুমান ১০ টার সময় মুড়লী মোড়স্থ আফজালের ঔষধের দোকানের সামনে পৌছালে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো চাকু,লোহার রড কাঠের লাঠিসহ রাব্বিকে চারপাশ থেকে ঘিরে ফেলে। সাগর হোসেনের হুকুমে আসামীরা রাব্বিকে জাপটে ধরে। সানোয়ার ওরফে এস ডি মাখন লাল ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে শরীরের পিছনের বাম পাশে আঘাত করে কাটা রক্তাক্ত জখম করে। বাদির ভাই ঘটনাস্থলে পড়ে গেলে সাগর হোসেন ও সানোয়ার লোহার রড দিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করে জখম করে। পকেটে থাকা নগদ ৫ হাজার ২শ’ টাকা সাগর হোসেন নিয়ে নেয়। বাদির ভাইয়ের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা খুন জখমের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।