ইসলামী ছাত্র আন্দোলন সদর থানার প্রস্তুতি সভা

৪ অক্টোবর শহীদ হাদিস পার্কে গণ সমাবেশ সফলে
খবর বিজ্ঞপ্তি ঃ গতকাল শুক্রবার (২০সেপ্টেম্বর) বিকাল ৩ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্ত কার্যালয় আগামী ৪ অক্টোবর শুক্রবার নগরীর শহীদ হাদীস পার্কে গণ সমাবেশ সফলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানার সভাপতি মুহাঃ হাবিবুল্লাহ মিসবাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানার জয়েন্ট সেক্রেটারি এইচ,এম, খালিদ সাইফুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক মোস্তফা আল গালীব। সভায় আরোও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানার সাংগঠনিক সম্পাদক মোঃ তাওফিকুল ইসলাম রাজ, প্রশিক্ষণ সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস, দাওয়াহ সম্পাদক মোঃ ফাহিমুর রহমান ফাহিম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, অর্থ ও কল্যাণ সম্পাদক মোঃ মানসুরুল হক সিয়াম, স্কুল সম্পাদক আরাফাত হোসেন সিকদার, ২৪ নং ওয়ার্ড শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, অর্থ ও কল্যাণ সম্পাদক মোঃ তামিম মল্লিক, জিহাদ, উসমান, ২১ নং ওয়ার্ড শাখার আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান প্রমুখ নেতৃবৃন্দ। সভায় ৪ অক্টোবর গণ সমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।