দৌলতপুরে বাজার ফল ব্যবসায়ীর টাকা ছিনতাই : থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার : দৌলতপুর বাজারের ফল ব্যবসায়ী লালন বিশ্বাস কে মেরে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাই। দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। দৌলতপুর পাবলা কারিকরপাড়ার সরোয়ার বিশ্বাসের ছেলে মোঃ লালন বিশ্বাস (৪০)কে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টায় ফলের দোকান বন্ধ করে ফল বিক্রির ৮১ হাজার টাকা নিয়ে রিক্সা যোগে বাড়ীর দিকে রওয়ানা হয়। দৌলতপুর থানাধীন পাবলা মেইন রোড সংলগ্ন বিনা পানির স্কুলের ১ শত গজ সামনে পাঁকা রাস্তার উপরে সড়ক ও জনপথ বিভাগের গেস্ট হাউজের সামনে পৌঁছালে দলবদ্ধ ভাবে ছিনতাইকারী চক্র ভুক্তভোগী দৌলতপুর বাজারের ফল ব্যবসায়ী লালন বিশ্বাসের রিক্সার গতিরোধ করে হাতে থাকা লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে ও ধারালো অস্ত্র ঠেকিয়ে কোমরে থাকা ৮১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ভুক্তভোগী ও দৌলতপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, ফল ব্যবসায়ী লালন বিশ্বাসের দৌলতপুর বাজারে ৪ টি ফলের দোকান রয়েছে। তিনি প্রতিদিন দুপুর ২টায় দোকানে বেচা বিক্রি শুরু করেন ও রাত অনুমানিক ১২ টায় দোকান বন্ধ করেন। দোকান বন্ধ করে প্রতিদিনের ফল বিক্রির টাকা বাড়ীতে নিয়ে যান। ছিনতাইকারীরা টাকা ছিনিয়ে নেয়ার সময় ভুক্তভোগীকে মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে বাড়ীতে পাঠায়। ঐ রাতে পরিবারের লোকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। ছিনতাইকারী দুজনকে ভুক্তভোগী ফল ব্যবসায়ী চিনতে পেরেছেন বলে জানান। এ বিষয়ে দৌলতপুর থানায় ২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩/৪ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্স মীর আতাহার আলী বলেন,আসামীদের আটকে অভিযান চলছে। ছিনতাইকারী বা অপরাধী যেই হোক তার কোন ক্ষমা নাই।তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করা হবে। থানায় ধনী গরিব যেই আসুক সমান ভাবে সকলকে আইনি সেবা দেয়া হবে।