সীরাতুন্নবী (স.) উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা

# দৌলতপুর মোর্ত্তজা আল উলুম মাদ্রাসার উদ্যোগে #
স্টাফ রিপোর্টার : নগরীর দৌলতপুর আঞ্জুমান রোডস্থ মোর্ত্তজা আল উলুম মাদ্রাসার উদ্যোগে মাদরাসা প্রাঙ্গনে শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সীরাতুন্নবী (স.) উপলক্ষে প্লে হতে সপ্তম, নূরানী ও হেফ্জ শাখা শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ¦ মোর্ত্তজা আলীর সভাপতিত্বে ও মাওঃ ক্বারী মাসুম বিল্লাহ’র সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীরেরডাঙ্গা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নাসির উদ্দিন মো. হুমায়ূন। বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ মাকসুদুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সহকারী সুপার মাওঃ নুর মোহাম্মাদ ফারাজী, হাফেজ মো. আরিফ বিল্লাহ হাফেজ মাওঃ আবু সাঈদ, হাফেজ মাওঃ নাজমুল হাসানসহ শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। প্রতিযোগীতার ফলাফল ঘোষণা করেন অত্র মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ মাহদী হাসান আল হাদী। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।