দৌলতপুরে ইসলামী ছাত্র শিবিরের সিরাত সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দৌলতপুর থানা (দক্ষিন) শাখার উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী শীর্ষক সিরাত সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে দৌলতপুরস্থ দেয়ানা উত্তর পাড়া ঈদগাহ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মো. কামরুল হাসানের সভাপতিত্বে ও এহসান মাহবুব’র সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর ছাত্র শিবিরের সভাপতি মোঃ আরাফাত হোসেন মিলন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী দৌলতপুর থানার আমীর মো. ফোরকান উদ্দীন মিঠু। অনুষ্ঠানে আলোচনা করেন খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ মনিরুজ্জামান ও রিয়াজুল জান্নাহ কমপ্লেক্স’র এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হাঃ মাওঃ রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন কেসিসির ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জামাত নেতা শেখ আশরাফ হোসেন, দেয়ানা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মুহাম্মদ মনজুরুল হোসাইন, দেয়ানা মোল্লা পাড়া জামে মসজিদের পেশ ইমাম ও পাবলা শের -ই -বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক আব্দুল হক, দেয়ানা নর্থ ন্যাশনাল ক্লাবের সাঃ সম্পাদক গাজী শরিফুল ইসলাম (অহিদ), দৌলতপুর দিবা-নৈশ কলেজ শিবিরের সাবেক সভাপতি ও জামাত নেতা মো. ইবাদত হোসেন, বিএল কলেজ ছাত্র শিবিরের সভাপতি বেলাল হোসেন, দৌলতপুর (উত্তর) সভাপতি সেলিম রেজা, মারুফ বিল্লাহ সাইদুর রহমানসহ ছাত্র শিবিরের নেতাকর্মীবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ধর্ম মুসলমান। অনুষ্ঠানে কুরআন তেলোয়াত করেন আল- আমিন, নাতে রাসুল পেশ করেন হাসিবুর রহমান। ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করে প্রত্যাশা সাহিত্য সাংস্কৃতিক সংসদ।