স্থানীয় সংবাদ

যশোর বেনাপোলে সতের হাজার টাকার জালনোটসহ দু’জন বিজিবি’র হাতে ধৃত

যশোর ব্যুরো ঃ ১৭ হাজার টাকা জালনোটসহ দুই জনকে গ্রেফতার করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি দল। শনিবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় বেনাপোল আমড়াখালী চেকপোষ্টে টহলদল বেনাপোল থেকে শার্শা গামী একটি মোটর সাইকেল থামিয়ে দু’জনকে আটক করে। আটককৃতরা হচ্ছে, বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত পাটবাড়ী গ্রামের আবু বক্কারের ছেলে আলমগীর ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে সাব্বির। তাদের দখল হতে বাংলাদেশের ১ হাজার টাকার ১৭টি জাল নোট উদ্ধার করে। এ সময় আটককৃতদের দখল হতে দু’টি মোটর সাইকেল জব্দ করে। পরে তাদেরকে শার্শা থানায় সোপর্দ করে নিয়মিত মামলা দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button