স্থানীয় সংবাদ
তেরখাদায় যুবদল নেতা বাবু সন্ত্রাসী হামলা শিকার

স্টাফ রিপোর্টারঃ তেরখাদায় যুবদল নেতা বাবুকে দুর্বৃত্তরা মারপিট করে আহত করেছে। রবিবার সকালে তেরখাদা মধুপুর ইউনিয়নের যুবদলের যুগ্ন আহবায়ক ইখলাছুর রহমান বাবুকে একদল সন্ত্রাসী কর্তৃক তার বাড়ির সামনেই দেশীয় অস্ত্র লাঠি রডসহ আক্রমণ করে। ঘটনার বিবরনে জানা যায়, প্রতিদিনের মতো নিজের কাজের তাগিদে ঘর থেকে বের হয় ইখলাছুর রহমান বাবু। প্রতিমধ্যে ১০/১২ জনের দুর্বৃত্ত গ্রুপ আতর্কিত হামলা চালায়। এতে বাবু মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে বাবুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে বাবু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মধুপুর ইউনিয়নের যুবদল ও বিএনপির নেতৃবৃন্দ।