খুলনায় গণসমাবেশ সফলে ইসলামী আন্দোলন ১৭নং ওয়ার্ডের প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি ঃ ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা ও বীর শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (চজ) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বন্ধ মিল কলকারখানা চালু, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় নগরীর নিউমার্কেট বাইতুন নূর মসজিদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার উদ্যোগে গণ-সমাবেশ অনুষ্ঠিত হবে। গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ১৭নম্বর ওয়ার্ডের এক প্রস্তুতি সভা গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউ মার্কেট নিজস্ব কার্যালয়ে ওয়ার্ড সভাপতি মোহাম্মদ শাহজাহান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার, বিশেষ অতিথি ছিলেন থানার সেক্রেটারি আলহাজ্ব কবির হোসেন হাওলাদার। প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওঃ মুফতী দেলোয়ার হোসেন, মোঃ আঃ মান্নান সবদার, আবু হানিফ ভান্ডার, মোঃ রেজাউল ইসলাম টুটুল, মোঃ মনির শেখ, মোঃ মিজানুর রহমান, মোঃ মকবুল হোসেন মুকুল, মোঃ মহিউদ্দীন, মোঃ মাশরাফী মোর্তজা প্রমুখ নেতৃবৃন্দ। সভায় আগামী ২৭ শে সেপ্টেম্বর শুক্রবার গণসমাবেশ সকলের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।