পাইকগাছা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মিলনের বহিস্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টারঃ অভিযোগের তদন্ত ও শোকজ না করেই গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পাইকগাছা উপজেলা শ্রমিক দলের ১নং যুগ্ম আহবায়ক মিলনকে দল থেকে বহিস্কার করার কয়েক দিনের মাথায় তা প্রত্যাহার করা হয়। ২৪ সেপ্টেম্বর জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা ও সাঃ সম্পাদক খান ইসমাইল হোসেন স্বাক্ষরিত দাপ্তরিক আদেশে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেয়া হয়। একই সাথে শ্রমিকদল নেতা মশিউর রহমান মিলনকে দলীয় সকল কর্মকান্ডে অংশ গ্রহণ করার অনুমতি প্রদান করা হয় ওই চিঠিতে। দলীয় সূত্রে প্রকাশ, পাইকগাছার বাসিন্দা ম্যাগনেট ব্যবসায়ী হিসেবে পরিচিত নির্মল ঋষী নামের এক ব্যক্তি বিএনপির নেতৃবৃন্দের নিকট পাইকগাছা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক ও ইউপি মেম্বর মশিউর রহমান মিলনের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, মিলন তার কাছ থেকে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেছে। তা না হলে দেশ ছেড়ে চলে যেতে বলেছে। এ অভিযোগ পাওয়ার পরপরই কোন তদন্ত ছাড়াই ১৪ আগস্ট তাকে দল থেকে বহিস্কার করে জেলা বিএনপি। ওই দিন বেলা ১১টায় নির্মল ঋষী মৌখিক অভিযোগ করেন মিলনের বিরুদ্ধে। দুপুর ২টা নাগাদ তাকে দল থেকে বহিস্কার করা হয়। যা গঠনতন্ত্র পরিপন্থী বলে বিএনপি নেতৃবৃন্দ বলেন। জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জল কুমার সাহা বলেন, জেলা বিএনপি একজন চিহ্নিত ম্যাগনেট ব্যবসায়ীর মৌখিক অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিস্কার করেছে। যা গঠনতন্ত্র পরিপন্থী। তারপর মিলনের বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়নি। যার জন্য কেন্দ্রীয় নির্দেশে তাকে অভিযোগ থেকে দায়মুক্তি দিয়ে দল থেকে বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে। এখন থেকে মিলন দলীয় সকল কর্মকান্ডে অংশ নিতে পারবেন বলে এই নেতা জানান। শ্রমিকদল নেতা মশিউর রহমান মিলন বলেন, নির্মল ঋষী একজন ম্যাগনেট ব্যবসায়ী। এলাকায় প্রতারক হসেবে পরিচিত। সে খুলনার গাড়ির গ্যারেজ মালিক তরিকুলকে প্রলোভন দেখিয়ে নির্মলসহ দু’জন সাড়ে ৬লাখ টাকা হাতিয়ে নেয়। বিষয়টি তিনি শালিস করেন। এতে নির্মল দোষী হয়। এই টাকা যাতে দিতে না হয় সে জন্য নির্মল তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনেন। যা তদন্তে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।