স্থানীয় সংবাদ

যশোরে বিজিবির চেকপোস্টে ১৯টি স্বর্ণের বারসহ একজন আটক

যশোর ব্যুরো ঃ যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্টে ১৯টি স্বর্ণের বারসহ একজন আটক করেছে বিজিবি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাহফুজ মোল্লা (২৬) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। বিজিবি বিকেল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আটক মাহফুজ মোল্লা নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্ল্যাহর ছেলে।

৪৯ বিজিবির অধিনায়ক অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন বেনাপোল আমড়াখালি চেকপোষ্টের বিজিবি সদস্য গাড়ি তল্লাশী করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলগামী একটি বাসের মধ্যে এক ব্যক্তির দেহ তল্লাশি করে কোমরে কালো কাপড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯ টি (২৪ ক্যারেট) স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৪ কেজি ৫৫৭ গ্রাম। যার বাজার মূল্য ৪ কোটি ৬১ লাখ ৬২ হাজার ৪১০ টাকা। আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ ও স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেয়া হয়েছে। তিনি আরো জানান, এছাড়া একই স্থানে একটি ইজিবাইক তল্লাশি করে ২ কেজি গাঁজাসহ এক নারী এবং ১২ বোতল বিদেশী মদসহ একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button