স্থানীয় সংবাদ

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মোংলা ও ভোলায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

খবর বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ নৌবাহিনী সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই ধারাবাহিকতায় বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড মোংলা ও ভোলায় যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫জনকে আটক করা হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোংলা উপজেলাধীন ১নং ওয়ার্ড মোংলা পোর্ট পৌরসভা সংলগ্ন এলাকা হতে সাদ্দাম হোসেন (৩৫) নামক এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে তল্লাশী চালিয়ে ১টি অবৈধ বিদেশি শর্টগান, একটি বিদেশি একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, ২রাউন্ড ফাঁকা কার্তুজ, নগদ ১লক্ষ টাকা ও মোবাইল ফোনসহ তার বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭) কে আটক করা হয়। জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকল আলামতসহ মোংলা থানায় হস্তান্তর করা হয়। এদিকে, গত রাতে নৌবাহিনী কন্টিনজেন্ট দৌলতখান উপজেলার ৫ নং দক্ষিণ জয়নগর ইউনিয়নে অভিযান পরিচালনা করে মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোহেল এবং মোঃ হাসান নামক ০৩ ব্যক্তিকে আটক করে। তাদের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম করে আসছিল বলে জানা যায়। অভিযানে ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫ টি দেশীয় অস্ত্র, ০২ রাউন্ড কার্তুজ ও ০১ টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়। আটককৃত ব্যক্তি এবং মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতে নিয়ন্ত্রণে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত থাকবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button