স্থানীয় সংবাদ

রূপসার ইলাইপুরে গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে

থানায় লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ রূপসার ইলাইপুরে ফারজানা আক্তার চুমকি (২২) নামের এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠেছে। এঘটনায় রূপসা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫ টায় রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের ইলাইপুর এলাকার মোঃ রউফ (৬০), একই এলাকার মো. আরিফুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার চুমকি (২২) তার নিজ বাড়ি হতে ইলাইপুর যাওয়ার পথে অত্র গ্রামস্থ জনৈক জানদার এর চায়ের দোকানের সামনে আসলে প্রতিপক্ষ রউফ ভুক্তভোগীর নাম ধরে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ওই নারী প্রতিবাদ করলে প্রতিপক্ষ এস এস এর পাইপ দিয়ে তার ডান হাতে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এমনকি এলোপাথাড়ি ভাবে পিটিয়ে ও চর, কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করা হয়। পরে আহত ওই নারীকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এব্যাপারে মোঃ রউফ বলেন, এই মেয়ে এলাকার একটা ছেলের সাথে বেপরোয়া চলাফেরা করে। সে যার সাথে ওঠাবসা করে তার গাজার সাথে সম্পৃক্ততা রয়েছে। যার কারনে এইসব বিষয় নিয়ে আমি প্রতিবাদ করেছি। বিধায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। আমার বয়স অনেক মিথ্যা কথা বলবো না। আমি মেয়েটাকে কচা দিয়ে তিনটা বাড়ি মেরেছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button