মণিরামপুরে বিএনপির এক কর্মীকে অপহরণের পর সাত লাখ টাকা মুক্তিপণ দাবি

# আদালতে মামলা #
মণিরামপুর প্রতিনিধি ঃ যশোরের মণিরামপুরে আসাদুজ্জামান নামে বিএনপির এক কর্মীকে অপহরণের পর সাত লাখ টাকা মুক্তিপণ নিয়ে দুইটি নাশকতা মামলায় আদালতে প্রেরণের অভিযোগে আদালতে মামলা হয়েছে। ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর রাতে একই উপজেলার ভরতপুর গ্রামে এই ঘটনার পর তৎকালিন থানার ওসি ও একজন দারোগাসহ দুইজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ৪/৫জনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইকে) আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, তৎকালিন ওসি মোকারম হোসেন ও এসআই গোলাম মোর্তজা। বাদী আসাদুজ্জামান মামলায় বলেছেন, তৎকালিন আওয়ামী লীগের রাজনৈতিক প্ররোচনায় ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আসামিরা তার বাড়িতে যান। এসময় তার মাথায় পিস্তল ঠেকিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যান আসামিরা। পরে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু না হওয়ায় আসাদুজ্জামানকে ক্রসফায়ারের ভয় দেখানো হয়। এক পর্যায়ে বাড়ি থেকে সাত লাখ টাকা নিয়ে ওসি ও ওই দারোগাকে দেয়ার পরে বলছেন আপনারা চলে যান। আসাদুজ্জামানকে ছেড়ে দেয়া হবে। কিন্তু পরের দিন দুইটি নাশকতা মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন আসামিরা।