স্থানীয় সংবাদ

আউটসোর্সিং জনবল সংকটে আবুনাসের হাসপাতাল

# প্রকল্পর মেয়াদ শেষ : চাকুরী নেই ৬১ জন কর্মচারীর #

শেখ ফেরদৌস রহমান: আউট সোর্সিং জনবল সংকটে ধুকছে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল। গেল জুলাই থেকে হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট কতৃক প্রকল্পর মেয়াদ শেষ হওয়াতে চাকুরী নেই ৬১ জন আউট সোর্সিং কর্মচারীদের মোট ১৪৯ জন আউটসোর্সিং কর্মচারীদের মধ্যে এখন মাত্র ৮৮ জন কর্মচারীদের নিয়ে চলছে হাসপাতালটির চিকিৎসা সেবা বাবস্থা। এতে করে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ভবিষ্যতে আবারও চাকুরীর মেয়াদ বাড়বে এমন আশায় বেতন ছাড়া কাজ করছেন কিছু আউটসোর্সিং কর্মচারীরা। এ দিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আমরা কয়েক দফায় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ও মন্ত্রণালয়ে জনবল বৃদ্ধির জন্য চিঠি দিয়েছি। তবে হঠাৎ দেশের পট পরিবর্তনে সময় লাগছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া গেল প্রায় তিন মাস যাবৎ বেতন ছাড়া কাজ করছেন যেসসব কর্মচারীরা তারা অনেকটা হতাশাগ্রস্ত। আশায় আছে কবে আবার তাদের অন্তরভুৃক্ত করা হবে চাকুরীতে। নাম না প্রকাশ শর্তে একজন আউটসোর্সিং কর্মচারী বলেন, আমি এই তিনমাস কোন বেতন পাইনি। এর আগে বেতন পেতাম । তবে জুলাই মাস পরে আমাদের ঠিকাদার ও হাসপাতাল কর্তৃপক্ষ ডেকে বলেছে আপনারা যারা মোট ৬১ জন হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট এর আওতায় চাকুরী করেছেন তাদের প্রকল্পর মেয়াদ শেষ এখন আর চাকুরী নেই। তবে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছি জনবল বৃদ্ধির জন্য। এখন যদি কেউ কাজ করেন বেতন ছাড়া করতে পারেন। প্রকল্পর মেয়াদ বৃদ্ধি হলে আপনাদের আবারও বেতনের আওতায় আনা হবে। এভাবে চলছে তিন মাস। অনেকটা মানবতরা জীবন। সব কথার শেষ হলো আমাদের সংসার,ঘরভাড়া ছেলে-মেয়ের পড়াশুনার খরচ তো আছে। বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করে চলছে সংসার। আশায় আছি কবে আমাদের প্রকল্পর মেয়াদ বাড়বে। তবে এভাবে আর বেশিদিন চলতে থাকলে আমাদের জীবন অচল হয়ে পড়বে। বেতন ছাড়া কাজ করলে সংসার খরচ কিভাবে উঠবে। এখন আমিতো আর একা কাজ করছিনা আমার মত অনেকে কাজ করছে সামনে আর কয়েক মাস দেখবো। যদি আমরা বেতনভুক্ত না হই তাহলে আর চাকুরী করবনা। মুলত হাসপাতালটিতে যেখানে রয়েছে অর্থপেডিক্স, কার্ডিওলজি, নিউরোলজি, ইউরোলজি, ডায়াবেটিস, কিডনি, দন্ত, লিভার, নিউরোমেডিসিন, বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারি-ইউনিট, ফিজিওথ্যারাপি, এ্যনেস্থেশিয়া বিভাগ। এছাড়া রয়েছে বহির্বিভাগ চিকিৎসা সেবার ব্যবস্থা। হাসপাতালটিতে বহির্বিভাগে প্রতিদিন হাজারের মত রোগী সেবা নিতে আসে। এছাড়া মানবদেহের জন্য বিভিন্ন পরিক্ষা-নিরীক্ষার জন্য রয়েছে প্যাথলজি বিভাগসহ এক্স-রে মেশিন, আলট্রাসনোগ্রাম মেশিন, ইকো, ইসিজি মেশিন, ডেন্টাল মেশিন, ব্রেন টিউমার অপারেশন মেশিন, হৃদরোগের জন্য এনিজওগ্রাম, ক্যাথল্যাব, ডায়লসিস মেশিনসহ, সিটিস্ক্যানিং এমআরই। এসব বিভাগে সেবা দেয়া ছাড়াও রয়েছে হাসপাতালে আন্তঃ বিভাগে রোগীদের সেবার ব্যবস্থা যেখানে রয়েছে প্রায় দুইশর মত রোগীর শয্যা। যেখানে রোগীদের সেবার জন্য জনবল প্রয়োজন। এ বিষয়ে খুলনা শহীদ শেখ আবু নাসের হাসপাতালের পরিচালক ডাঃ শেখ আবু শাহীন বলেন, বর্তমানে হাসপাতালে আউটসোর্সিং জনবল সংকট আছে। গেল জুলাই মাস থেকে হসপিটাল ম্যানেজমেন্ট সার্ভিস কর্তৃক প্রকল্পর আওতায় ৬১ জন আউটসোর্সিং কর্মচারীদের চাকুরী নেই। জনবল সংকটের কারণে এখন আমরা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছি। কয়েকবার করে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, ও মন্ত্রানালয়ে জনবল বৃদ্ধির জন্য চিঠি দিয়েছি। এখন উর্দ্ধতণ কর্তৃপক্ষ যা করে এমন প্রত্যাশায় আছি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button