বাগেরহাট পৌর সভার নারীসহ ৫ কাউন্সিলর গ্রেফতার

# ডিসি অফিসে সভা শেষে বাসায় ফেরার পথে #
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট কালেক্টরেটের স্থানীয় সরকার শাখারা উপ-পরিচালকের কার্য্যলয়ে সভাশেষে বাসায় ফেরার পথে সংরক্ষিত নারীসহ ৫ জন পৌর কাউন্সিলর কে গ্রেফতার করা হয়েছে। কতিথ চাদাবাজীর অভিযোগে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ বুধবার দুপুরে জেলা কালেক্টরেটের সামনে থেকে তাদের গ্রেফতার করে। বাগেরহাট সদর মডেল থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট জেলা কৃষকলীগের সভাপতি পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আবুল হাসেম শিপন, জেলা শ্রমিক লীগের সভাপতি ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউর রহমান মন্টু, জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর তানিয়া খাতুন, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর কোহিনুর বেগম ডালিম এবং ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আসমা আজাদ। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাসেলুর রহমান বিকেলে সংবাদ কর্মীদের বলেন, চাঁদাবাজির অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বাগেরহাট পৌরসভার ৩জন নারী ও দুইজন পুরুষ কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাগেরহাট সদর মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ছাড়া অন্য কি মামলা রয়েছে তা যাচাই বাছাই করে দেখা হচ্ছে।