কেসিসির সাবেক লাইসেন্স অফিসার হারুণ দুর্নীতি ও অর্থ আত্মসাথে দায়ে স্থায়ী বহিস্কার হচ্ছে

বিলবোর্ডের লক্ষাধীক টাকা আতœসাতের অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সাবেক লাইসেন্স অফিসার (যানবাহন) মোঃ হারুন অর রশিদ চাকুরি থেকে স্থায়ী বরখাস্ত হচ্ছে। দায়িত্ব পালনে অবহেলা, দুর্নীতি পরায়ন এবং অর্থ আত্মসাথে দায়ে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনায়ন করা হয়েছে এবং একই অভিযোগের কারণে একই বিধি মালার ৩৯(১) ধারানুযায়ী কেন আপনাকে চাকুরি হতে স্থায়ী ভাবে বরখাস্ত করা হবে মর্মে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক লাইসেন্স অফিসার (যানবাহন) মোঃ হারুন অর রশিদ কেসিসি’র আওতাধীন মোড় হতে শিববাড়ি মোড় পর্যন্ত বৈদ্যুতিক পোলে ১৭/০৪/২০১২ হতে ১৮/০৪/২০১৭ পর্যন্ত ৫ বছরের জন্য (৪ফুট ৩ফুট) পরিমাপের ১৩৫০২টি বেলসাইন স্থাপনের জন্যে খুলনা সিটি কর্পোরেশন ও বিজ্ঞাপনী সংস্থা ভিউফাইন্ডারের মধ্যে চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী বিজ্ঞাপনী সংস্থা ২০১২ সাল হতে বিজ্ঞাপন প্রচারের অনুমোদন পেলেও মূলত ২০১৬-১৭ অর্থবছর হতে বিজ্ঞাপন প্রচার শুরু করে। মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ২০১৬-১৭ অর্থবছর হতে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত মোট ৩ বছর জুড়ে ১৮৮টি বেলসাইন স্থাপন করে, যেখানে বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। বিজ্ঞাপন জরিপ ও কর ধার্যকরণের দায়িত্ব প্রাপ্ত সহকারী সুপার হিসেবে হারুণ অর রশিদ সরেজমিনে জরিপ করে ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে ১৮৮টি বেলসাইন পরিমাপ করে প্রতিটি বেলসাইন ৪০২.৫ বর্গফুট হিসাবে ১৮৮টি বেলসাইনের আয়তন ১৮৮০ বর্গফুট নির্ধারণ করেন এবং গেজেট অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে ২ লাখ ৮২ হাজার টাকা কর ধার্য করেন। অনুরূপভাবে ২০১৭-১৮ অর্থবছরে ২লাখ ৮২ হাজার টাকা কর নির্ধারণ করা হয়। চুক্তি অনুযায়ী ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরে অর্থাৎ ২ বছরে ১৮৮টি বেলসাইনের প্রতি বর্গফুট ১৫০ টাকা হারে বেল সাইনের প্রচার কর হওয়ার কথা ৬ ল্যাখ ৭৬ হাজার ৮শ’ টাকা। কিন্তু হারুন ২ অর্থবছরে ৫ লাখ ৬৪ হাজার টাকা কর নির্ধারণ করেন। অর্থাৎ আপনার কর্তৃক সরকারের (৬,৭৬,৮০০-৫,৬৪,০০০) টাকা=১,১২,৮০০ টাকা রাজস্ব ক্ষতি সাধিত হয়। হারুনের এহেন কর্মকান্ডের জন্য তাকে ১২ মার্চ’২৪ ০০৬২(৮) নং স্মারকে কারণ দর্শানো হয়। তিনি উক্ত কারণ দর্শানোর জবাব দাখিল করেন। কিন্তু তার কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় এবং স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন-২ শাখার গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখের ৪৬.০০.০০০০.০৭১. ২৭.০০৬.১২ (অংশ-১)-৫৬৮ নং স্মারকে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এহেন কর্মকান্ড খুলনা সিটি কর্পোরেশন (কর্মকর্তা-কর্মচারী) চাকুরী বিধিমালা ১৯৯৩ এর ক. ও এবং ৮ ধারা মতে অর্থাৎ দায়িত্ব পালনে অবহেলা, দুর্নীতি পরায়ন এবং অর্থ আত্মসাথে দায়ে দোষী তথা শাস্তিযোগ্য অপরাধ। হারুনের এহেন কর্মকান্ডে কেসিসি’র ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং উক্ত চাকুরী বিধিমালায় বর্ণিত অপরাধে তার গুরুদন্ডে দন্ডিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মোঃ হারুন অর রশিদ, পিতা-আফছার আলী বিশ্বাস, নি¤œমান সহকারী এবং সাবেক লাইসেন্স অফিসার (যানবাহন), বর্তমানে ৩১নং ওয়ার্ডে কঞ্জারভেন্সি সুপারভাইজার হিসেবে কর্মরত এর বিরুদ্ধে খুলনা সিটি কর্পোরেশন (কর্মকর্তা-কর্মচারী) চাকুরী বিধিমালা ১৯৯৩ এর ক, ঙ এবং চ ধারা মতে অর্থাৎ দায়িত্ব পালনে অবহেলা, দুর্নীতি পরায়ন এবং অর্থ আত্মসাথে দায়ে অভিযোগ আনায়ন করা হলো এবং একই অভিযোগের কারণে একই বিধি মালার ৩৯(১) ধারানুযায়ী কেন আপনাকে চাকুরি হতে স্থায়ী ভাবে বরখাস্ত করা হবে না তা এ অভিযোগ নামা প্রাপ্তির দশটি কার্য দিবসের মধ্যে লিখিত ভাবে জানানোর জন্য নির্দেশক্রমে বলা হলো। গত ২২ সেপ্টেম্বর কেসিসির সচিব সানজিদা বেগম স্বাক্ষরিত অফিস আদেশে এ অভিযোগনামা দাখিল করা হয়। একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়।