স্থানীয় সংবাদ

নিরাপদ অভিবাসন ফোরাম গঠনের লক্ষে জেলা ভিত্তিক পরিকল্পনা সভা

স্টাফ রিপোর্টার ঃ নিরাপদ অভিবাসন ফোরাম গঠনের লক্ষে জেলা ভিত্তিক পরিকল্পনা সভা বৃহস্পতিবার সকালে কারিতাস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রত্যাবর্তিত অভিবাসী শ্রমিকদের পুনঃএকত্রীকরণ প্রকল্পের অধিনে খুলনায় ফুলতলা, দিঘলিয়া, রূপসা উপজেলার ৩৭টি ইউনিয়ন এবং খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে কাজ চলছে। প্রত্যাবর্তনকারী অভিবাসী শ্রমিকদের দক্ষতা ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আতœনির্ভরশীল জীবন যাত্রার মান উন্নয়ন করাই হচ্ছে প্রকল্পের নীতি। এপ্রিল ২০২৩ সালে থেকে শুরু হওয়া প্রকল্প চলবে আগামী মে ২০২৬ সাল পর্যন্ত। পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার ডিডি এলজি মোঃ ইউসুফ, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর খুলনার সহকারি পরিচালক মোঃ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক এস এম বদিউজ্জামান, ব্লাস্ট খুলনার কো অর্ডিনেটর এড. অশোক কুমার সাহা। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকী, দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন, ভিকটিম সার্পোট সেন্টারের ইনচার্জ মাহমুদা খাতুন, কারিতাস খুলনাঞ্চলের কর্মসূচী কর্মকর্তা ড. সুমন কুমার মালাকার, সিনিয়র অফিসার বিনয় কৃষ্ণ সমাদ্দার, জুনিয়র প্রোগ্রাম অফিসার ¯িœগ্ধা মৌ ঘোষ, তৃষ্ণা মন্ডল, রেবেকা ¯িœগ্ধা বাড়ৈ, ভিকটিম শাহানারা আক্তার। সমাপনী বক্তব্য দেন কারিতাস খুলনা অঞ্চলের পরিচালক আলবিনো নাথ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button