প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেয়ায় কলাপাড়ায় আদালতে মামলা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুসকে আমেরিকার দালাল বলে ফেইজবুকে কমেন্ট ও হত্যার হুমকি দেয়ায় কলাপাড়া বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার এ মামলাটি দায়ের করা হয়েছে। বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট কলাপাড়া থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন। মামলার বাদী হাসান মাহমুদ মামলার এজাহারে উল্লেখ করেন আসামী মো. মাসুম বিল্লাহ (৪০) বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারী। বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস দেশের আঠারো কোটি মানুষের কাছে অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তি বটে। দেশ বিদেশে তাহার সুনাম খ্যাতি রয়েছে। তিনি বাংলাদেশের গর্ব আমাদের অহংকার
মামলায় বাদী আরো উল্লেখ করেন, ২রা মে ২০২৪ নিজ ফেইসবুক আইডি হাসান মাহমুদ ড. মো. ইউনুস সাহেব কোর্টে একটি মামলায় হাজিরা শেষে কোর্টের বাহিরে আসিলে বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ তাহাকে বিভিন্ন প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের প্রশ্নের সন্তোষ জনক উত্তর প্রদান করেন। এই বিষয়টি সময় টিভি ও বিভিন্ন টিভি চ্যানেল ও ঢাকা নিউজে একটি ভিডিও পোষ্ট করেন। উক্ত ভিডিও পোষ্টের সাথে সাথে অনেক দর্শক শেয়ার ও কমেন্টস করেন। তখন আসামী উক্ত ভিডিওতে শেয়ার ও কমেন্ট করে বলেন, আপনাকে দেখে মনে হয় আমেরিকার দালাল। উক্ত কমেন্টস এ আমার হৃদয়ে রক্তক্ষরন হয়। অত:পর আসামী এলাকায় বসে ড. মো. ইউনুস সাহেবকে সুদখোর, ইহুদি পশ্চিমা দালাল বলে স্বাক্ষীগনের মোকাবেলা মানহানি মূলক উক্তি প্রকাশ করে। সর্বোপরি আসামী ড. মো. ইউনুসকে একাকি পাইলে গুলি করিয়া হত্যা করারও হুমকি দেয়। আসামীর ঔদাত্ব্যপূর্ণ ভাষায় বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী সকলের প্রান প্রিয় মানুষ ড. মো. ইউনুসের মানহানি করেছে। দেশ-বিদেশে ফেইসবুকে তাহার কমেন্টস প্রকাশিত হওয়ায় বাংলাদেশের ভাবমর্তী ক্ষুন্ন করেছে। আসামী ইলেকট্রনিক্স মিডিয়ায় ও ফেইসবুক আইডিতে এ মানহানিকর অপদস্তমূলক আচরন ও হত্যার হুমকি দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ধারা ও দ: বি: ৩০৭/৪৯৯/৫০৬(৪) ধারার অপরাধ করেছে। এব্যপারে কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মদ বলেন, আদালতের কাগজ হাতে পাইনি। অর্ডারের কাগজ হাতে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।