স্থানীয় সংবাদ

ডিকেআইবি’র ত্রি-বার্ষিক নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা

স্টাফ রিপোর্টার : ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, খুলনা জেলা ও খুলনা অঞ্চলের আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন’২৪ এ অংশ গ্রহনের জন্য আগ্রহী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র নগরীর দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট’র নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের নিকট দাখিল করেছেন। সংশ্লিষ্ট সূত্রের সর্বশেষ তথ্য অনুসারে, আসন্ন ডিকেআইবি’র নির্বাচনে খুলনা জেলা শাখার ১৭টি পদের বিপরীতে দুপুর পৌনে ৩ টা পর্যন্ত ১৫ টি মনোনয়নপত্র জমা পড়েছে। খুলনা অঞ্চলের ১১টি পদের বিপরীতে দুপুর পৌনে ৩ টা পর্যন্ত ৩ টি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্র গ্রহণকালে উপস্থিত ছিলেন ডিকেআইবি’র খুলনা জেলা নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং অফিসার মো. হারুন অর রশিদ, সহকারি রিটার্নিং অফিসার ফয়েজ আহমেদ মিনা, ডিকেআইবি’র খুলনা অঞ্চলের নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং অফিসার মো. আনিসুর রহমান, সহকারী রিটার্নিং অফিসার প্রভাত কুমার রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন, ডি-এ্যাবের আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-আহবায়ক মো. তারিকুল ইসলাম, উপসহকারী প্রশিক্ষক মো. হাফিজুর রহমান, মো. আতিয়ার রহমান, মো.আক্তারুজ্জামান, খন্দকার আবু উবাইয়া, মো. আনোরুজ্জামান, মো. জাহিদুল ইসলাম, শেখ আবু হুরায়রা, মো. মেহেদী হাসান, মনজুর আলম, এম এম আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, ডিকেআইবি’র খুলনা জেলা শাখা ও খুলনা অঞ্চলের ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button