স্থানীয় সংবাদ
ট্রাফিক আইন লঙ্ঘনে কেএমপির ট্রাফিক বিভাগের মামলা ও জরিমানা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩৬টি মামলা করেছে কেএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে গাড়ি ডাম্পিং ও গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে ৫২ হাজার টাকা। রবিবার (২৯ সেপ্টেম্বর ২০২৪) কেএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। খুলনা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কেএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।