বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের কনভেনশন

# রসুল সভাপতি – সম্পাদক সাইফুল, সাংগঠনিক সম্পাদক তারেক #
স্টাফ রিপোর্টার ঃ শ্রমিক নেতাদের নিয়ে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী শাখার সভাপতি সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম ফারাজী, তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর পর দেশ ও জাতি ফ্যাসিবাদ ও বাকশালমুক্ত হয়েছে। কিন্তু মাফিয়াতান্ত্রিক ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। পুঁজিপতি মালিক গোষ্টির আক্রোশের স্বীকার হয়ে খুলনার তরুন জনপ্রিয় শ্রমিক নেতা ফেডারেশনের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক সহ আন্দোলনরত বিভিন্ন মিলের শ্রমিক নেতাদের নামে আদালতে গায়েবী মামলা দেওয়া হয়েছে , মামলা দিয়ে হয়রানী করে শ্রমিকদের এ আন্দোলন থামানো যাবেনা, তিনি অনতিবিলম্বে মহসেন জুট মিলের মালিক সহ এ মিল থেকে লুটপাট কারী মালিকের এজেন্ট তথাকথিত সিবিএ নেতা রবিউল ইসলাম রবি সহ খুলনার শেখ পরিবারের আর্শিবাদপুষ্ট মালিকদের অতিদ্রত আইনের আওতায় আনতে হবে, অর্জিত বিজয়কে সংহত করতে শ্রমিক-জনতা ঐক্যের কোনো বিকল্প নেই।রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে শিরোমনি সারগুদাম হ্যা›িডংলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে বেসরকারী পাট,সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফেডারেশনের সাবেক সভাপতি শেখ আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় শ্রমিক নেতা গোলাম রসুল খান বলেন, দেশ ও জাতির জন্য শ্রমিক সমাজ অসামান্য অবদান রেখে চলেছেন। দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে শ্রমিক সমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করছে। আমাদের প্রান্তিক শ্রমিক গোষ্ঠীর হাত ধরেই আমাদের বাড়ি-গাড়ি গড়ে উঠেছে। কিন্তু তাদের অধিকার নিয়ে কথা বলার মতো মানুষ নেই।শ্রমিক কল্যান ফেডারেশনের খুলনা মহানগরী শাখার সাধারন সম্পাদক এস এম মাহফুজুর রহমান বলেন শ্রমিকদের অধিকার এর বিষয়ে যে সকল শ্রমিক নেতারা কথা বলছে তাদেরকে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, মূলত সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে আমাদের শ্রমিক গোষ্ঠী। মালিক শ্রেণি শ্রমনীতি মেনে চলার ক্ষেত্রে খুবই উদাসীন। শ্রমিক কনভেনশনে পুর্বের কমিটি বিলুপ্তি করে ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটির প্রধান উপদেষ্টা বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা জেলার সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস , উপদেষ্টা খুলনা মহানগর শ্রমিক দলের আহবায়ক মোঃ মুজিবর রহমান, ফুলতলা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন। এছাড়া ফেডারেশনের নবগঠিত কমিটির সভাপতি গোলাম রসুল খান, সিনিয়র সহ সভাপতি শেখ আমজাদ হোসেন, সহ সভাপতি নিজামউদ্দীন, আঃ খালেক হাওলাদার, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ন সম্পাদক আজিজুল ইসলাম ফারাজী, সহ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী, আলী আকবার মোড়ল, মাহফুজুর রহমান । সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক, সহ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জাল হোসেন , আঃ ওহাব, মোঃ সাহেব আলী, কেসমত আলী, কোষাধক্ষ সাংবাদিক মিহির রজ্ঞন বিশ্বাস, প্রচার সম্পাদক ওবায়দুর রহমান, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, অফিস সম্পাদক আঃ রহমান, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক মোঃ সেলিম, সাংকৃতিক বিষয়ক সম্পাদক কাজী মুস্তাফিজুর রহমান, সমাজকল্যান বিষয়ক সম্পাদক ইফতেখায়রুল আলম বাপ্পী, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানাজ প্রিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দীন, উন্নয়ন বিষয়ক সম্পাদক মশরুজ্জামান খান সাবু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজহার মাদবার। সদস্য ডাঃ ফরিদ হোসেন, জাহাঙ্গীর হোসেন, দবিরউদ্দীন মোল্ল্যা, জাহাঙ্গীর হোসেন, আঃ রানা মোড়ল, আঃ কাদের, আমির মুন্সি, আয়েন উদ্দীন, শহিদুল্লাহ, সোলায়মান শেখ, মোঃ শামীম, মোঃ সাইফুল ইসলাম। এদিকে নবগঠিত কমিটির পরিচিতি সভা আগামী ৭ অক্টোবর সোমবার আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের অডিটরিয়েমে সকাল ১০ টায় , ১১ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় শিরোমনি শহীদ মিনার চত্বরে শ্রমিক জনসভা । ১৬ অক্টোবর বুধবার সকাল ১০ টায় খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের সাথে নবগঠিত কমিটির পরিচিতি সভা , ১৭ অক্টোবর বৃহস্পতিবার জেলা প্রশাসকের সাথে ফেডারেশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় করা হবে বলে জানান শ্রমিক নেতারা।