স্থানীয় সংবাদ

জামায়াতে ইসলামী একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে চাই : এড.গাজী এনামুল হক

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু জামায়াত ইসলামীর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই না। এদেশে যারা জন্ম গ্রহণ করেছে, সে জন মুসলিম, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নানা ধর্মের নানা পেশার মানুষ রয়েছে, তাদের সহাবস্থানে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে মণিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও ৮৯, যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনের আগামী নির্বাচনের জায়ামাতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট গাজী এনামুল হক উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন, শত ফুল যে বাগানে থাকে সেই বাগানটি সুন্দর হয়। তেমনি নানান ধর্মের ও শ্রেণির মানুষের নিয়ে গঠিত একটি দেশও সুন্দর হয়। এমনি একটি সুন্দর দেশ গঠেনের লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকরা হলো সমাজের আয়না। সাংবাদিকদের লেখনির মাধ্যমে একটি রাষ্ট্রের সার্বিক পরিস্থিতি অনুধাবন করা হয়। সরকারের সিদ্ধান্ত গ্রহণে সাংবাদিকদের লেখনি তাই অনেকটা সহায়ক ভূমিকা পালন করে থাকে। তিনি যশোর-খুলনার অভিশপ্ত ভবদহ জলাবদ্ধতা নিয়ে প্রতিবেদন লেখার জন্য সাংবাদিকদের প্রতি উদাত্ত আহবান জানান। জাময়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে এবং উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক আহসান হাবীব লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক। অনুষ্ঠানে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এস.এম মজনুর রহমান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনসহ নির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক আব্দুল্লাহ মোড়ল, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল বারী, মোহাম্মদ আশিকুল্লাহ, বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি এইচ এম শামীম এবং আ স ম উবাইদুল্লাহসহ মণিরামপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও সাধারন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button