স্থানীয় সংবাদ

খালিশপুরে বিএনপির সমাবেশে দু’ গ্রুপের সংঘর্ষে ঘটনায় আটজন বহিস্কার

স্টাফ রিপোর্টার ঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর খালিশপুরে বিএনপির সমাবেশে দু’ গ্রুপের সংঘর্ষে ঘটনায় দু’ গ্রুপের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পিপলস গোল চত্বরে সমাবেশ স্থলে এ ঘটনা ঘটে। মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের উপস্থিতিতেই দু’ গ্রুপের এ সংঘর্ষ হয়। এদিকে এ ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আটজনকে বহিষ্কার করেছে মহানগর বিএনপি। খালিশপুর থানা বিএনপির সদস্য সচিব হাবিব বিশ্বাস বলেন, মঞ্চে ওঠা নিয়ে কিছুটা হাতাহাতি হয়েছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। যারা এ ঘটনায় দোষী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। এদিকে, মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন জানান, নগরীর খালিশপুর থানাধীন ৮ ও ১১নং ওয়ার্ডে বিএনপির সুধী সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে বহিস্কার করা হয়েছে। তারা হলেন, খালিশপুর থানাধীন ১১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, যুবদল নেতা নাজমুল হোসেন বাবু ওরফে গুটি বাবু, মাসুদ হোসেন ও ফকির শহিদুল ইসলাম, ১১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আরিফুর রহমান আরিফ, ১৫নং ওয়ার্ড যুবদল নেতা তারেক রহমান রানা, ১১নং ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম স্বপন ও ৮নং ওয়ার্ড যুবদল নেতা আসলাম সোহেল রনিকে বহিষ্কার করেছে বিএনপি। আটজনকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button