স্থানীয় সংবাদ

ঠিকাদার ফারুক ও আউটসোসির্ং কর্মীদের বিরুদ্ধে হয়রানীমুলক মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানবন্ধন

স্টাফ রিপোর্টার ঃ মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ও কন্ট্রাক ক্লিনিং সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং নড়াই জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হেমায়েত হুসাইন ফারুক এবং আউটসোর্সিং কর্মীদের বিরুদ্ধে হয়রানিমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল শনিবার ( ৫ অক্টোবর) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারিবৃন্দ। মানববন্ধনে আউটসোর্সিং কর্মচারিবৃন্দরা বলেন, তথাকথিত কিছু ভূয়া আউটসোর্সিং কর্মী যাদের কোন বৈধতা নেই তারা কিছু গুজব রটাচ্ছে। এটা একটা ষড়যন্ত্র। একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হেমায়েত হুসাইন ফারুক কে হেয় প্রতিপন্ন করে কোম্পানীর ভাবমুর্তি নষ্ট করার মাধ্যমে তারা নিজেদের স্বার্থ উদ্ধারের অপচেষ্টা চালাচ্ছে। আমরা আউটসোর্সিং কর্মীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায়। এসময় উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোসির্ং কর্মচারি আব্দুর রহিম, আসাদুজ্জামান শেখ টিটু, সাব্বির, আসমা, রকি, মোস্তফা শেখ, দীপ্ত, সোলাইমান, রাব্বি, মাহবুব, রাকিব, মলয়, মাহফুজ, শুভ, সুজন, মামুন, সুমন, রানা, আজিম, ফরহাদ, হাসিবুর, ইব্রাহিম, মোজাহিদ, জেসমিন, রহমত, আরিফ মোল্লা, সাদ্দাম, জয়নাল, মনসুর ও গোবিন্দসহ প্রায় ১০০ জন আউটসোসির্ং কর্মচারিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button