স্থানীয় সংবাদ

বেসরকারী পাট , সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

ইসলামী শ্রমনীতি চালু করা ছাড়া শ্রমিক সমাজের মুক্তি আসবে না
শ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা -অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস

স্টাফ রিপোর্টারঃ বেসরকারী পাট ,সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের (রেজিঃ নং-১০) নবগঠিত কমিটির পরিচিতি সভা গতকাল সকাল ১১ টায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের অডিটরিয়মে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় ফেডারেশনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলার এ্যসিষ্টান্ট সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস বলেন পুঁজিবাদী অর্থনীতির মৌলিক ত্রুটির দরুণ শ্রমিক-মালিক সম্পর্কের সন্তোষজনক সমাধান করা আজও সম্ভব হয়নি।তিনি বলেন, এ কথা আজ দিনের আলোর মতই স্পষ্ট যে, মানব রচিত কোন মতবাদই মানব সমস্যার সত্যিকার সমাধান দিতে সক্ষম নয়। শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধ করার জন্য রাসূলে করীম হযরত মুহাম্মদ (সা.) জোর তাগিদ দিয়েছেন। শ্রমিকের মর্যাদা রক্ষার জন্যে রাসূল করীম (সা.) এর তাগিদ বাস্তবায়নের মধ্যেই শ্রমিকদের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিহিত।ফেডারেশনের উপদেষ্টা বলেন, বর্তমানে কল-কারখানায় শ্রমিক-মালিকের মধ্যে যে, দ্বন্দ বিরাজ করছে তার অবসান ঘটানোর জন্যে শ্রমিকদেরকে মুনাফার অংশীদার করে তাদেরকে কারখানার হিতাকাংখী বানাতে হবে। তাহলে কলকারখানায় উৎপাদনের সত্যিকার পরিবেশ সৃষ্টি হবে। তখন কারখানার উন্নতি ও শ্রমিকদের অধিকারে আর দ্বনদ্ব থাকবে না। কল-কারখানায় শ্রেণী সংগ্রামের বদলে পারস্পরিক সহযোগিতামূলক ইসলামী শ্রমনীতি চালু করতে হবে। ইসলামী শ্রমনীতি চালু করা ছাড়া আর কোন উপায়েই কখনো শ্রমিক সমাজের মুক্তি আসবে না। ফেডারেশনের উপদেষ্টা ও অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃতায় ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন বলেন মালিকপক্ষ শ্রমিকদেও পাওনা না দিয়ে বিগত ১৫ বছর যাবত মিল থেকে মালামাল লুটপাট করেছে তাদের অপকর্ম ঢাকতে এখন আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন শ্রমিকদের আন্দোলন তাদের নায্য পাওনার দাবিতে আন্দোলন এই আন্দোলন কোন ভাবেই মামলা দিয়ে থামানো যাবেনা লুটপাট কারী ও শ্রমিক ঠকানো মালিক ও তার দোসরদেও বিরুদ্ধে অতিদ্রত আইনগত ব্যবস্থ্যা গ্রহন করা হবে বলে তিনি জানান। এ্যাজাক্স মিলের মালিক দাবিকারী কাওসার জামান বাবলা মিলে প্রবেশ করে মালামাল বের করার পায়তার করছে এর বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানান । ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক বলেন মহসেন জুট মিলের মালিক সহ মিল থেকে লুটপাট কারী মালিকের এজেন্ট তথাকথিত সিবিএ নেতা রবিউল ইসলাম রবি এবং খুলনার শেখ পরিবারের আর্শিবাদপুষ্ট মালিক তাওহীদুল ইসলামকে অতিদ্রত আইনের আওতায় আনতে হবে। এসময় বক্তৃতা করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি শেখ আমজাদ হোসেন, সহ সভাপতি নিজামউদ্দীন, আঃ খালেক হাওলাদার, মোঃ জাহিদুল ইসলাম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ন সম্পাদক আজিজুল ইসলাম ফারাজী, সহ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী, আলী আকবার মোড়ল, মাহফুজুর রহমান । সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক, সহ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জাল হোসেন, আঃ ওহাব, মোঃ সাহেব আলী, কেসমত আলী, কোষাধক্ষ সাংবাদিক মিহির রজ্ঞন বিশ্বাস, প্রচার সম্পাদক ওবায়দুর রহমান, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, অফিস সম্পাদক আঃ রহমান, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক মোঃ সেলিম, সাংকৃতিক বিষয়ক সম্পাদক কাজী মুস্তাফিজুর রহমান, সমাজকল্যান বিষয়ক সম্পাদক ইফতেখায়রুল আলম বাপ্পী, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানাজ প্রিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দীন, উন্নয়ন বিষয়ক সম্পাদক মশরুজ্জামান খান সাবু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজহার মাদবার প্রমুখ । সভা থেকে আগামি ১১ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় শিরোমনি শহীদ মিনার চত্বরে শ্রমিক জনসভা কর্মসূচি ঘোষনা করা হয় এবং শ্রমিক জনসভা থেকে মহসেন মিলের মালিক ও সোনালী মিলের মালিক দাবিকারী কাওসার জামান বাবলাকে গ্রেফতারের দাবিতে আল্টিমেটাম দেওয়া হবে বলেও জানান শ্রমিক নেতারা ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button