স্থানীয় সংবাদ

নগরীতে এক বাড়িতে হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ : বাদিকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার ঃ নগরীতে এক বাড়িতে হামলা ভাংচুর ও নগদ টাকাসহ স্বর্নালংকার ও জমা-জমির জরুরি কাগজপত্রাদি ও দলিল লুটের ঘটনায় খালিশপুর থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৫ অক্টোবর নগরীর বয়রা হাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে বাদী মো: জাফর বিশ্বাস নিরাপত্তাহীনতায় ভুগছেন। মামলার প্রত্যাহার না করা হলে তাকে মেরে ফেলার হুমকি-ধামকি দেওয়া হয়েছে। অভিযোগ দেওয়ার পরেও স্থানীয় পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করেননি বলে বাদীর অভিযোগ। খালিশপুর থানায় লিখিত অভিযোগে জানা যায়, নগরীর বয়রা হাজী ফয়ে উদ্দিন রোডস্থ হাজী পাড়া এলাকার বাসিন্দা মৃত সামাদ বিশ্বাসের পুত্র মো: জাফর বিশ্বাসের বাড়িতে গত ৫ অক্টোবর কবির বিশ্বাস, মো: জনি, হাসিবুল হাসান নোমান, সৈয়দ জাহিদুজ্জামান জাহিদ, রাশেদুল হাসান নাঈম, মো: অন্তু, নিজরুজ্জামান নজির, আদারিয়া ওরফে রবিউল, কাকলী বেগম ও শেখ মিন্টুসহ অজ্ঞাত ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল হামলাও ব্যাপক ভাংচুর চালায়। এ সময়ে তারা হামলাকারীরা বাড়িতে থাকা নগদ ৩ লাখ টাকাসহ কয়েকভরি স্বর্ণালংকার এবং জমা-জমির জরুরি কাগজপত্রাদি ও দলিল লুটপাট করে নিয়ে যায়। হামলাকারীরা আওয়ামী লীগের ক্ষমতাধর নেতাকর্মী ও ক্যাডার হওয়াতে বিগত অনেক দিন ধরে জাফর বিশ্বাসের ভুমি দখলের ষড়যন্ত্র করাসহ তাকে জীবনে মেরে ফেলার চেষ্টা করে আসছে। যাহার প্রেরিপেক্ষিতে গত ৭ সেপ্টেম্বর খালিশপুর থানায় উপস্থিত হয়ে বিবাদীগনের নামে একটা এজাহার দায়ের করেন। কিন্তু এজাহারটি এখন পর্যন্ত কোন অগ্রগতি না হওয়াতে বিবাদীগন আরও হিং¯্র হয়ে উঠেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। যার কারণে গত ৫ আগষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতি টের পেয়ে বিবাদীগন আমার বসত বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এবং লুটপাট করে নিয়ে যায়। তারই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর দুপুর ৩টার দিকে পুনরায় বিবাদীগন উল্লেখিত টাকা এবং স্বর্ণ লুট করে নিয়ে যায় এবং আমার বসত বাড়িটি ভাংচুর করে। ওই সময় জাফর বিশ্বাস বাড়িতে না থাকায় বিবাদীগণ মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় আমাকে খুজতে থাকে এবং বলে আমাকে পেলে জীবনে মেরে ফেলবে বলে হুমকি-ধামকি দিয়ে যায়।
এ ব্যাপারে বাদী জাফর বিশ্বাস বলেন, আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগতিছি। গত ৫ অক্টোবর কবির বিশ্বাসের নেতৃত্বে ১০ জন সহ অজ্ঞাত আরও ১০-১৫ জন একটি সন্ত্রাসী দল আমার বাসায় হামলা-ভাংচুর ও স্বর্ণালংকার সহ নগদ ৩ লাখ টাকা নিয়ে গেছেন। ওই সময় আমি বাড়িতে ছিলাম না। বিষয়টি ওই দিন রাতে খালিশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এর আগে ৫ আগষ্ট একই কয়দায় আমার বাড়িতে হামলা ভাংচুর চালিয়েছেন। সেই দিনের ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কোন অভিযোগই বিষয়ে খালিশপুর থানা পুলিশ কোন পদক্ষেপ না হওয়ায় তারা আরও হিং¯্র হয়ে ওঠে। যার কারণে ওই সব সন্ত্রাসী দল গত ৫ অক্টোবর আমার বাড়িতে পুনরায় হামলা চালিয়েছেন। এখন তারা আমাকে মামলা তুলে নিতে বলছে। তা না হলে আমাকে জানে মেরে ফেলার হুমকি দিছে। আমি এখন চরমনিরাপত্তাহীনতায় ভুগছি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button