সাংবাদিক আলমগীরের পিতার ইন্তেকাল ঃ শোক
স্টাফ রিপোর্টার ঃ দৈনিক আজকের তথ্য পত্রিকার বার্তা সম্পাদক ও জাগোনিউজ২৪ এর খুলনা প্রতিনিধি মোঃ আলমগীর হান্নানের পিতা মোঃ আব্দুল মালেক গতরাত ১০টায় খুলনার টুটপাড়ার বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না ইলাহি……রাজিউন )। তিনি অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানাবিধ রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় টুটপাড়া জোড়াকল বাজার মসজিদে অনুষ্ঠিত হবে এবং টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। এদিকে, মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভুতি ও সমবেদনা জানিয়েছেন দৈনিক আজকের তথ্য পত্রিকার সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম নজরুল ইসলামসহ পত্রিকার সাংবাদিক-কর্মচারীবৃন্দ।