দিঘলিয়ায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সাড়ে ১১ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ

থানায় মামলা হলেও আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধার নেই
স্টাফ রিপোর্টার ঃ দিঘলিয়ায় বসত ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সাড়ে ১১ লাখ টাকার বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দিঘলিয়া থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। (৯ জুলাই) ভুক্তভোগী নারী শিউলি এ মামলাটি দায়ের করেন। যার মামলা নং- ৫। মামলায় উল্লেখ করা হয়েছে, খুলনার দিঘলিয়া উপজেলার রাধামাধবপুর এলাকার মৃত লাল মিয়া মল্লিকের মেয়ে শিউলি শারিরীক অসুস্থ্যতার জন্য গত ৫ জুলাই বিকেল আনুমানিক ৫ টায় তার বাড়ির বসত ঘরের দরজা, জালানা এবং কলাবসিবল গেট তালা বন্ধ করে খুলনা শহরে চিকিৎসা নিতে যান। পরবর্তীতে ৬ জুলাই দুপুর ১ টায় বাড়িতে এসে দেখেন বাড়ীর কলবসিবল গেট খোলা এবং তালা ভাঙ্গা অবস্থায়। এমনকি ঘরের ভিতরে মেইন দরজা খোলা, দরজার হ্যাজবোল্ড ভাঙ্গা এবং ঘরে থাকা বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায়সহ স্টিলের আলমারি খোলা এবং ভাঙ্গা। ওই সময় আলমারির ড্রয়ার চেক করে দেখেন ড্রয়ারের ভিতরে রাখা নগদ ৮৫ হাজার ৫শ’ টাকা, ১ ভরি ওজনের ১টি স্বর্ণের ব্যাসলেইট, যার মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা, ১টি বড় স্বর্ণের চেইন বেসলেইটসহ কানের দুল, প্রতিটির ওজন ৮ আনা করে ১ লাখ ৭০ হাজার টাকা, দুইটি গলার নেকলেস, রুপার কাদের দুল ও রুপার অন্যান্য অলংকার, যার ওজন আনুমানিক ১৪ ভরি, মূল্য ৪০ হাজার টাকা। এছাড়া ৪ হাজার টাকা দামের ১টি নোকিয়া বাটন মোবাইলসহ ১০ লাখ ৪২ হাজার টাকার মালামাল ও নগদ ৮৫ হাজার টাকাসহ সর্বমোট ১১ লাখ ২৭ হাজার ৫’শ টাকার মালামাল চোরেরা চুরি করে কৌশলে পালিয়ে যায়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. জামিল হোসাইন বলেন, কোন আসামি এখনও গ্রেফতার হয়নি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত করে প্রকৃত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।