স্থানীয় সংবাদ

দেশ ফ্যাসিস্টমুক্ত হওয়ার পর নতুন একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ সৃষ্টি হয়েছে-মঞ্জু

# জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্বরণে দোয়া ও মৌন মিছিল #

খবর বিজ্ঞপ্তি : লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের কথা ঠিক হওয়ার পর গোলমালটা শুরু হয়েছে। অর্থাৎ নির্বাচন হতে দেয়া যাবে না। কিন্তু এ দেশের মানুষ বরাবরই সংগ্রাম করেছে, লড়াই করেছে, তারা তাদের দাবি আদায় করে নিয়েছে। ‘আমরা চাচ্ছি, বাংলাদেশে একটা গণতান্ত্রিক সাম্য তৈরি হোক, মানুষ তার প্রতিনিধি নির্বাচিত করুক। সংস্কারের প্রতিটি ক্ষেত্রে আমরা প্রায় একমত হয়েছি। আপনারা ধৈর্যহারা হবেন না। উত্তেজিত হবেন না। কখনো কোনো পাতা ফাঁদে পা দেবেন না।’ দেশ ফ্যাসিস্টমুক্ত হওয়ার পর নতুন একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ সৃষ্টি হয়েছে। ‘কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। ফ্যাসিবাদটা এখনো শেষ হয়ে যায়নি। এই গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে, তার জন্য পরিকল্পিতভাবে কাজ শুরু হয়েছে।’ গতকাল শুক্রবার বিকেল ৪টায় খুলনা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থান ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচির খুলনা বিএনপির অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন, ‘পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো এত ত্যাগ কেউ স্বীকার করেছে কি না জানা নেই। ২০ হাজার নেতাকর্মীকে বিচার বর্হিভূতভাবে হত্যা করা হয়েছে। এতকিছুর পরও বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং একবারের জন্যও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থামায়নি।’ ‘জুলাইয়ের বিজয়ের কৃতিত্ব জনগণের। সবাই নেমে এসেছিলেন, সবার লক্ষ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ গড়া।’ ‘গণতন্ত্রের উত্তরণ রোধে এখনো ষড়যন্ত্র চলছে। তারেক রহমান জাতীয় নেতা- তাই তাকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে।’ ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে জাতীয়তাবাদী শক্তির সকল নেতাকর্মিদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দোয়া মাহফিলের পর জাতীয়, দলীয় ও কালো পতাকা এবং আন্দোলনে শহীদদের ছবি সম্বলিত প্লাকার্ড নিয়ে মৌন মিছিল শেখপাড়া তেঁতুলতলা মোড় থেকে ময়লাপোতা, সাতরাস্তা মোড় হয়ে রয়েল চত্বরে গিয়ে শেষ হয়। শহীদদের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, নিজাম উর রহমান লালু, এড. গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু, আনোয়ার হোসেন, নিয়াজ আহমেদ তুহিন, সাদিকুর রহমান সবুজ, গিয়াস উদ্দিন বনি, মজিবর রহমান ফয়েজ, কাজী শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম শুকুর, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাচান, এইচ এম আবু সালেক, জামিলুর রহমান জামিল, ইশহাক তালুকদার, শরিফুল ইসলাম বাবু, আকরাম হোসেন খোকন, তরিকুল্লাহ খান, কাজী মাহবুবুল হক, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, আব্দুল মতিন, আব্দুল জব্বার, বাচ্চু মীর, আশরাফ হোসেন, ওমর ফারুক, হুমায়ুন কবির বাবুল, খায়রুল ইসলাম লাল, জাহিদ কামাল টিটো, রিয়াজুর রহমান, মেহেদী হাসান সোহাগ, মোল্লা মুজিবর রহমান, শামসুর রহমান, আব্দুল জলিল হাওলাদার, মোহাম্মদ আলী, শামীম আশরাফ, রবিউল ইসলাম বিপ্লব, আলমগীর হোসেন আলম, এড. মুজিবর রহমান, কাজী ফজলুল কবির টিটো, আল বেলাল, ইকবাল হোসেন, কাজী মিজানুজ্জামান তাজ, মাজেদা খাতুন, আসলাম হোসেন, হেদায়েত হোসেন হেদু, এড. ওমর ফারুক বনি, এড. রফিকুল ইসলাম, শামীম খান, মাসুদ খান বাদল, নুরুল ইসলাম লিটন, শরিফুল ইসলাম সাগর, আলমগীর ব্যাপারী, মনিরুল ইসলাম, নূরে আব্দুল্লাহ, জাকারিয়া লিটন, আবুল বাসার, মোল্লা সেলাইমান, কামাল উদ্দিন, লিটু পাটোয়ারী, হুমায়ুন কবির, শাকিল আহমেদ, সুলতান মাহমুদ সুমন, রাজিবুল আলম বাপ্পি, এড. শফিকুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ, গোলাম নবী ডালু, এড. ওমর আলী, আবু তালেব, আব্দুল হাকিম, মোস্তফা জামান মিন্টু, আব্দুর রব মুন্সি, সাইমুন ইনলাম রাজ্জাক, ফিরোজ আহমেদ, আলম হাওলাদার, গৌতম দে হারু, এড. আব্দুস সোবহান, মাহমুদ হাসান মুন্না, এড. মোশারফ হোসেন, আমিনুল ইসলাম বুলবুল, শফিকুল রহমান, সামশুল আলম বাদল, সমির কুমার সাহা, সৈয়দ গাজী, খালেক গাজী, মাসুদ রেজা, সেলিম বড় মিয়া, হাবিব খান, এম এ হাসান, এড. ইমাম হোসেন, জাহাঙ্গীর হোসেন, এড. মাসুদ রানা, সাখাওয়াত হোসেন, পারভেজ মোড়ল, জামাল মোড়ল, আরশাদ হোসেন, কামরুল আলম খোকন, তরিকুল আলম, এমরান হোসেন, সজল আকন নাসির, সোহেল খন্দকার, জুয়েল রহমান, কামরুল হোসেন এরশাদ, মোল্লা আলী আহমেদ, শামীম রেজা, হারুন মোল্লা, সাজ্জাদ আলী, ফজলুর রহমান, শাহনাজ পারভীন, কামাল হোসেন, আনোয়ার সরদার, সিদ্দিক মাতুব্বার, জাফর হাওলাদার রফিকুল ইসলাম বাবলু, পারভেজ আহমেদ, মাসুদ রুমী, আসাদ সানা, জামাল হোসেন, আবিদ হোসেন, মোফাজ্ঝেল হোসেন, বায়জিদ হোসেন, আতিকুর রহমান, লিটন মাস্টার সোহেল, জাফর হাওলাদার, রুহুল আমিন রাসেল, মারুফুর রহমান, এ আর রহমান, তানভিরুল হুদা লিটন, গিয়াস উদ্দিন, আসমত হোসেন, মাসুদ পারভেজ, মো. হারুন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button