স্থানীয় সংবাদ

বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ শেখ মজনুর ৫ম মৃত্যু বার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট শিল্পপতি দানবীর কেসিসির ৪ নং ওয়ার্ডের সাবেক কমিশনার দানবীর আলহাজ¦ শেখ মজনুর ৫ম মৃত্যূ বার্ষিক আজ। তিনি ২০২০ সালে ১৯শে জুলাই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। এ দিকে মরহমের রুহের মাগফিরাত কামনায় । আজ শনিবার বাদ জোহরবাদ আড়ংঘাটা এলাকায় তার প্রতিষ্ঠিত মাদ্রাসা মদিনাতুল-উলুম মোহাম্মাদিয়া কওমিয়া মাদ্রাসা এতিম খানা মসজিদে কোবায় দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া এতিমদের মাঝে খাবার বিতরণসহ কোরআন খতমসহ আল্লাহর নিকট আত্মার মগফিরাত কমনা করা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button