স্থানীয় সংবাদ

কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রায় মিথ্যা অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টায় কয়রাা উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ৪নং কয়রা গ্রামের মৃত উজির গাজীর পুত্র মোঃ আঃ রহিম গাজী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ৯ নভেম্বর স্থানীয় প্রেসক্লাবে ৪নং কয়রা গ্রামের মোজাফফরের স্ত্রী সাজিদা বেগম আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমাদেরকে হয়রানি করার জন্য তারা মিথ্যা অভিযোগ করে এই সংবাদ সম্মেলন করেছেন। তিনি আরও জানান, প্রকৃত ঘটনাটি হলো যে, আমাদের ২ জনের বাস্তভিটায় ৮ শতক জমি রয়েছে। তার মধ্য আমাদের দখলে রয়েছে ৬ শতক আর আমার প্রতিপক্ষ সাজিদা বেগমদের দখলে রয়েছে ২ শতক। তবে বাস্তভিটার জমির সাথে যে যার অংশে কিছু খাস জমি রয়েছে। ঐ খাস জমির সব তারা দখলে নিতে চায়। আমরা তাতে বাধা প্রদান করলে তারা আমাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করছে। আমরা তাদের কোন জায়গা দখল করেনি। এ ব্যাপারে কয়রা থানা পুলিশ, যৌথ বাহিনীর নিকট অভিযোগ করলেও তারা শুনা বুঝা করে মিমাংসা করে দিয়েছে। তার পরেও তারা মিথ্যা অভিযোগ করে করে হয়রানী করছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অভিযোগর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রকৃত ঘটনাটি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button