তেরখাদায় আজিজুল বারী হেলালের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

তেরখাদা প্রতিনিধি ঃ খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল গতকাল সোমবার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের শেখপুরা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও নির্বাচনী প্রচারণায় অংশ নেন। সকাল থেকেই এলাকার সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে শেখপুরা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজগড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক শেখ ইউসুফ আলী এবং সঞ্চালনা করেন জাহিদুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল। তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং জনগণের সরকার প্রতিষ্ঠাই আমাদের আন্দোলনের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বাযক মোল্লা খাইরুল ইসলাম ও এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ. এম. হাবিবুর রহমান, বিএনপি নেতা মোল্লা মাহবুবুর রহমান, সাজ্জাদ হোসেন নান্টা, কালাম লস্কর, জাহাঙ্গীর লস্কর, আবুল হোসেন বাবু, খান গিয়াস উদ্দিন, জামাল বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ মুন্সি, শামীম আহমেদ রমিজ, সাবু মোল্লা, রাজু শেখ, এসকেন, শরিফুল ইসলাম বাচ্চু, মোস্তফা, সিদ্দিক, নবীর তরফদার, রফিকুল ইসলাম, মুরাদ, লাজুক, শাহাজান ও ইলিয়াসসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বক্তারা বলেন, আজিজুল বারী হেলাল জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে মাঠে আছেন। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশ আবার গণতন্ত্র ও আইনের শাসনের পথে ফিরবে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আজগড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সূচনা করেন আজিজুল বারী হেলাল। তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তরুণ প্রজন্মকে দেশপ্রম ও গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।


