জাতীয় দৈনিক আমার দেশ খুলনা ব্যুরো প্রধানও দৈনিক প্রবাহর স্টাফ রিপোর্টার এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি ।

বটিয়াঘাটা( খুলনা) প্রতিনিধি ঃ জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। প্রদত্ত বিবৃতিদাতারা হলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিঃ সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, সহ-সভাপতি এস এম এ ভূট্টো, যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক শাওন হাওলাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা বিলাল, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, দপ্তর সম্পাদক রিপন রায়, সিনিয়র সাংবাদিক আরিফুজ্জামান দুলু, সিনিয়র সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মহিদুল ইসলাম শাহীন, সিনিয়র সাংবাদিক হিরামন মন্ডল সাগর, সাংবাদিক তুরান হোসেন রানা, সাংবাদিক গৌর দাস ঢালী, সাংবাদিক সুমন বিশ্বাস, সাংবাদিক নিতিশ বাছাড়, সাংবাদিক বিশ্বজিৎ রায়, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, সাংবাদিক চিরঞ্জিত মল্লিক প্রমুখ ।



