স্থানীয় সংবাদ

দু’ যুগ পর রূপসা উপজেলা হকার্স ইউনিয়নের নির্বাচন ১৬ নভেম্বর হওয়ার কথা থাকলেও আইনী জটিলতায় তা স্থগিত

# নির্বাচনী কর্মকর্তাদের শোকজ

স্টাফ রিপোর্টার : দীর্ঘ প্রায় দুই যুগ পর রূপসা উপজেলা হকার্স ইউনিয়নের (রেজিষ্ট্রেশন নং : খু-২১৯৬) ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনী জটিলতায় তা স্থগিত করা হয়েছে। গত ৯ নভেম্বর শ্রম আদালত এ আদেশ দেন। একই দিন বাদী আলী আকবর রাজু বাদী হয়ে শ্রম আদালতে নির্বাচন স্থগিতাদেশ চেয়ে মামলা দায়ের করেন। যার নং-৬০/২৫। শুনানী শেষে আদালত এ আদেশ দেন। এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব রূপসা ঘাটসহ বিভিন্ন স্থানে ঝুলছে প্রার্থীদের নির্বাচনী প্যানা। ভোটারদের কাছে গিয়ে প্রার্থীরা তাদের যার যার অবস্থান থেকে ভোট প্রার্থণা করছেন। তাদের সকলের মুখে শুধু নির্বাচনী আলোচনা এবং হাসি-আনন্দের মধ্যে দিয়ে জমে উঠতে শুরু করেছে নির্বাচনী ইমেজ। ১৬ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন ভোট গ্রহণের কথা ছিল। ৭ পদে ১৩জন পার্থী নির্বাচন করছেন। তবে, কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় সহ-সাধারণ সম্পাদক পদে এশারাত হাওলাদার ও কোষাধ্যক্ষ পদে মো. ইব্রাহিম খাঁ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১১ পদের প্রার্থীরা নির্বাচনী মাঠে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আমজাদ হোসেন ও মো. জামাল চৌধূরী সহ-সভাপতি পদে মো. রফিকুল ইসলাম মিনা ও মো. মারুফ সিকদার, সাঃ সম্পাদক পদে মো. জাকির হোসেন কবিরাজ ও মাসুম বিল্লাহ সুমন, সাংগঠনিক সম্পাদক পদে মো. জুনায়েত শেখ ও মো. হাসান শেখ , দপ্তর সম্পাদক পদে মো. হোসাইন হাওলাদার রনি, মো. মিরাজ ফকির ও মো. জয়নাল শেখ। নির্বাচনে নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করছেন মো. দিদারুল ইসলাম, সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব ও সদস্য মো. ইয়ারুল ইসলাম রিপন। মামলার বাদী আলী আকবর রাজু অত্র ইউনিয়নের নির্বাচিত সাঃ সম্পাদক। মেয়াদ শেষ না হওয়ার আগেই একটি পক্ষ নির্বাচী তফশিল ঘেঅষণা করেছে। যার কেতান বৈধতা নেই। এমন কি ওই ভোটার তালিকায় ইউনিয়নের সভাপতি ও তাকে অত্র নির্বাচনে ভোটার করা হয়নি। অথচ ভোটার করা হয়েছে এলাকার মুদি দোকানদার ও রিক্সা -ভ্যান চালককে। বাদী আইনজীবী এড. বাচ্চু মিয়া বলেন, বাদী সংয়ক্ষুব্দ হয়ে শ্রম আদালতে মামলা দায়ের করেন। আদালত শুনানী শেষে নির্বাচন কর্মকর্তাদের শোকজ করেছেন। ওই শোকজের জবাব নোটশি প্রাপ্তির তিন দিনের মধ্যে দিতে বলা হয়েছে। একই সাথে নির্বাচন স্থগিত করার আদেশ দিয়েছে^ন।এক কথায় এ আদেশের পর নির্বাচন টোটাল বন্ধ হয়ে গেল বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button