স্থানীয় সংবাদ

খুলনাসহ সকল আসনের ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব : মঞ্জু

# ভাষা সৈনিক মরহুম দাদু ভাইসহ গুম ও অসুস্থ নেতাদের বাসায় খুলনা বিএনপি নেতৃবৃন্দ #

স্টাফ রিপোর্টার : সকল ঘড়যন্ত্রকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে বিএনপি নির্বাচনী ট্রেনে উপনীত হয়ে জনগনকে সঙ্গে নিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে প্রস্তুত। দলের নেতাদের বাসায় সৌজন্য সাক্ষাত শুধু আজ নয়, ইতোপুর্বে সকল আন্দোলন-সংগ্রামে ও দু:খ-দুর্দশায় বিএনপি সকল পরিবারের সঙ্গে ছিল, এখনও আছে, ভবিষ্যৎতেও থাকব। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম অতিক্রম করে আমরা আজ একটা জায়গায় এসে পৌছেছি। বিগত দিনে এই সব পরিবার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করে দলকে রাস্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করেছে। ঠিক আজও এমন একটা সময় এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে খুলনাসহ সকল আসনের ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব ইনশাল্লাহ। সোমবার (১০ নভেম্বর) বেলা ১২টায় খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালিন সভাপতি, সাবেক এমপি ও ভাষাসৈনিক মরহুম এম নূরুল ইসলাম দাদু ভাইয়ের বাসায় বিএনপির দলীয় মনোনায়ন পওয়ার পর তার পরিবারের সঙ্গে সাক্ষাত, বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য অসুস্থ শাহরুজ্জামান মোর্তজার বাসায়, ২৪নং ওয়ার্ড বিএনপি নেতা হুমায়ুন কবিরের গুম হওয়া ভাই আবুল কালাম আজাদ বাবুর পরিবার ও ২৬নং ওয়ার্ডের বানরগাতি বাজার এলাকায় সাবেক ছাত্রনেতা অসুস্থ ফয়সাল জামানের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে সাক্ষাতকালে এসব কথা বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। তিনি খুলনাসহ সকল আসনের ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে সকলকে একসঙ্গে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, শামসুজ্জামান চঞ্চল, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, বাচ্চু মীর, হুমায়ুন কবির, জাহাঙ্গীর হোসেন, জামাল মোড়ল, মনিরুজ্জামান মনির, আব্দুল্লাহ আল মামুন, ফিরোজ আহমেদ, মিজানুর রহমান মিজান, মুশফিকুর রহমান অভি, সেলিম বড় মিয়া, রাজিবুল আলম বাপ্পি, আশিকুর রহমান, বাবুল হাওলাদার, ইব্রাহিম খলিল, শহিদুল ইসলাম লিটন, আব্দুর রশিদ, শরিফুল ইসলাম, ইমরান হোসেন, ফয়সাল মাহমুদ, জুয়েল রহমান, শফিউদ্দিন আহমেদ,আব্দুস সালাম, আসাদুজ্জামাস রিপন, আব্দুল আজিজ ডাবলু, রিফাত হোসেন, সাইফুল ইসলাম, আব্দুল জলিল, সামাদ গাজী, মারুফুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মাসুদ গাজী, তামিম হাসান, আলহাজ¦ শফিকুল ইসলাম প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button