খুলনা বিএসটিআই’র সাতক্ষীরায় মোবাইল কোট অভিযান মামলা

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগীয় বিএসটিআই অফিস ও সাতক্ষীরা জেলার তালা উপজেলা প্রশাসন এর সমন্বয়ে মঙ্গলবার দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালিত হয়। তালা সাতক্ষীরার জেঠুয়া বাজার নাম্বার ওয়ান প্লাস বেকারি প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদন ও বাজারজাত করে। কিন্তু মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দশ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপা রানি সরকার এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা ও ফিল্ড অফিসার ( সিএম) মোঃ আব্দুল মান্নান ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন ।
অনুরুপ অভিযান সাতক্ষীরা জেলা সদরের বড়বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্টে ওজন যন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদ- আইন,২০১৮ এর ৪৮ ধারা অনুযায়ী
২(দুই) টি প্রতিষ্ঠান কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা ও পরিদর্শক (মেট্রোলজি) আলী হাসান দায়িত্ব পালন করেন।



