স্থানীয় সংবাদ

কুরআনের শিক্ষাই পারে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে : অধ্যাপক মাহফুজুর রহমান

# জাতীয় হেফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ #

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, কুরআনের শিক্ষাই পারে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে। এই প্রজন্মের শিক্ষার্থীরা কুরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে উঠলে সমাজ হবে শান্তিপূর্ণ ও আলোকিত। এমন আয়োজন সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করে। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন খুলনা মহানগরীর উদ্যোগে মঙ্গলবার হাফেজ মানসুর আহমেদ (রহ.) হাফিজিয়া মাদরাসায় ও বায়তুল মিরাজ জামে মসজিদে প্রাঙ্গণে ৩০ তম জাতীয় হেফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের মহানগরী সভাপতি হাফেজ মাওলানা মশিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ সালাউদ্দীনের পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ইমদাদুল্লাহ, হাফেজ মাওলানা বদিউজ্জামান, হাফেজ আনসার আলী, হাফেজ মাওলানা মুফতি মাইনুল ইসলাম, হাফেজ ক্বারী মুস্তাকিম বিল্লাহ ও হাফেজ রহমান প্রমুখ।
খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরদের কুরআনের সঙ্গে সম্পৃক্ত করা, তাদের হৃদয়ে দ্বীনি চেতনা ও ঈমানি প্রেরণা সৃষ্টি করা। আমরা চাই, প্রতিটি গ্রামে অন্তত একজন হাফেজে কুরআন তৈরি হোক। আমাদের সমাজে কুরআনের আলো ছড়িয়ে পড়–ক, যাতে তরুণ প্রজন্ম মাদক, ভোগবাদ ও অনৈতিকতার অন্ধকার থেকে মুক্তি পায়। তিনি বলেন, যারা আল্লাহর কিতাব মুখস্থ করছে, তারা আসলে আল্লাহর সেই প্রতিশ্রুতি সংরক্ষণের অংশীদার, যা তিনি নিজেই ঘোষণা করেছেন-‘ইন্না নাহনু নায্জালনাযিকরা ওয়াইন্না লাহু লাহাফিজু’। তিনি আরও বলেন, কুরআনের হাফেজ হওয়া শুধু দুনিয়ার সম্মান নয়; এটি আখিরাতের সর্বোচ্চ মর্যাদা অর্জনের পথ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button