স্থানীয় সংবাদ
সুন্দরবনে ভদ্র টহল ফাঁড়ির অভিযানে অবৈধ হরিণ ধরার ফাঁদ সহ নৌকা জব্দ

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ ভদ্রা বন টহল ফাঁড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিচ অবৈধ হরিণ ধরার ফাঁদ সরঞ্জাম সহ নৌকা জব্দ করেছে। জানা গেছে গত বুধবার বিকাল ৪ টার সুন্দরবনের মানকির খাল এলাকায় অভিযান চালিয়ে এই হরিণ ধরার ফাঁদ সহ নৌকা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন ভদ্রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন হোসেন। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।


