এসএসসি শিক্ষার্থীদের দুইগ্রুপে সংঘর্ষ, আহত ১২, আটক ৪

প্রবাহ রিপোর্ট ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ‘বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে’ চলতি এসএসসি পরিক্ষায় বারপাইকা, তালতা, গৈলা ও আস্কর এলাকার শিক্ষার্থীরা পরিক্ষায় অংশগ্রহন করে। রবিবার দুপুরে পরিক্ষার শেষে পূর্বের বিরোধের জের ধরে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া হামলা-সংঘর্ষে ঘটনাঘটে এত কমপক্ষে ১২ জন আহত হয়েছে। এসময় পুলিশ গিয়ে লাঠিচার্চ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ এঘটনায় ৪ জনকে আটক করেছে বরৈ জানাগেছে। আহত ও স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল রবিবার দুপুরে উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি (সমাজ বিজ্ঞান)পরীক্ষা শেষে বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় ভোকেশনাল শাখার পরীক্ষার্থী ইসমাইল শাহ’র সাথে পূর্ব বিরোধের জের ধরে আস্কর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রাইসুল উপরে হামলা চালায়। এরপরে আস্কর, বারপাইকা, তালতা, গৈলা এলাকার শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত হয়ে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসএসসি পরীক্ষার্থী ইসমাইল শাহ গৈলা ইউনিয়নের তালতা গ্রামের রিফাত বালীর উপর হামলা চালায়। তালতা গ্রামের জ্বুাইরুল ইসলাম আবেদ বাধা দিতে গেলে তার উপরও হামলা চালায় ইসমাইল শাহর পক্ষের লোকজন। এসময় শিক্ষার্থীদের পক্ষে বহিরাগতরাও হামলায় জড়িয়ে পরে। এসময় দুই পক্ষের আহত হয়েছে জুবাইরুল ইসলাম, আবেদ, পার্থ হালদার, নয়ন হালদার, আপন হালদার, অন্তর বেপারী, অমৃত দাস, রিফাত বালী ও ইসমাইল শাহ, ম্যানেজিং কমিটির সদস্য অরবিন্দু বিশ্বাসসহ ১২জন। খবর পেয়ে থানা পুলিশের এসআই মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে লাঠি চার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে পরিস্থি নিয়ন্ত্রেনে নেয়। এসময় পুলশ তালতা গ্রামের জুবাইরুল ইসলাম, পার্থ হালদার, গৈলা গ্রামের রিফাত বালী ও বারপাইকা গ্রামের ইসমাইল শাহকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব হরিপদ সরকার বলেন, পরীক্ষা শেষে কেন্দ্রের বাহিরে শিক্ষার্থী মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। আহতদেরকে চিকিৎসা জন্য হাসপাতালে পাঠনো হয়েছে। পুলিশ ৪ জনকে আটককরে থানায় নিয়ে গেছে। এব্যাপারে আগৈলঝাড়া থানা পুলিশের এসআই মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে। আমরা অভিযোগ পেলে আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।