
বহু হতাহত, হামাস আটকের রণকৌশলগত গুজবের জবাব দিল কাসসাম ব্রিগেড
প্রবাহ রিপোর্ট ঃ আল-শিফা হাসপাতালের কাছে ইসরায়েলি সেনা ও গাড়ির ওপর হামলা চালানোর দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসসাম ব্রিগেড। আল জাজিরার খবর অনুসারে, হামাসের সশস্ত্র শাখাটি জানিয়েছে, মধ্য গাজার আল-শিফা হাসপাতালের কাছে তীব্র স্থল লড়াই চলছে। কাসসাম ব্রিগেডস বলেছে, তারা মর্টার শেল ব্যবহার করে স্বাস্থ্য কেন্দ্রের আশেপাশের একটি এলাকায় প্রবেশের চেষ্টাকারী শত্রু বাহিনীকে ধ্বংস করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, অবরুদ্ধ হাসপাতালের আশপাশে একটি ভবনের ভেতরে ব্যারিকেড রাখা একদল ইসরায়েলি সেনাকে রকেট আঘাত করলে অজ্ঞাত সংখ্যক সেনা নিহত ও আহত হয়। যোদ্ধারা ইয়াসিন-১০৫ ট্যাংক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে ওই এলাকায় সামরিক যান লক্ষ্য করে হামলা চালায়। অপরদিকে বিশ্লেষকরা বলছেন, আল শিফা হাসপাতাল থেকে ১৪০জন হামাস যোদ্ধাকে হত্যা ও ১৬০জনকে গ্রেফতারের খবরটি ছিল শ্রেফ গুজব। ফিলিস্তিনীদের মন ভাঙ্গতে এধরণে মিথ্যা গুজব ছড়ানোটাকেও তারা এক ধরণের রণকৌশল মনে করে। গাজার সবচেয় বড় হাসপাতাল আল-শিফায় হামাসের কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র আছে এমন দাবিতে চার মাস আগে সেখানে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। কিন্তু, এখন আবার বলা হচ্ছে হামাস সেখানে ফিরে এসেছে। ইসরায়লি বাহিনী বলছে, তাদের কাছে “সুনির্দিষ্ট গোয়ন্দা তথ্য” রয়ছে যে হামাস কর্মীরা সেখানে পুনরায় সংগঠিত হয়ছে। ইসরায়ল প্রতিরক্ষা বাহিনী-আইডিএফের দাবি , তারা আল-শিফায় চলমান লড়াইয় “১৪০ জনেরও বেশি সন্ত্রাসীকে” হত্যা করেছে, গ্রেপ্তার করেছে প্রায় ছয়শো জনকে। যার মধ্যে হামাসের শীর্ষ পর্যায়ের অনেক কমান্ডার রয়েছেন। ইসলামিক জিহাদের কয়কজনও আছেন তাদের সাথে। দুই ইসরায়লি সেনা নিহত হওয়ার কথাও জানিয়েছে আইডিএফ। ইসরায়লি প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আল-শিফাতে পুনরায় কার্যক্রম শুরু করেছেন। কেউ কেউ তাদের পরিবারকেও হাসপাতালটিতে নিয় গেছেন। ঘটনাস্থল থেকে অস্ত্রের ভা-ার এবং বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের তথ্য জানিয়েছে আইডিএফ। তবে, হামাস এসবই অস্বীকার করেছে। বলছে, তাদের যোদ্ধারা সেখানে অবস্থান করছে না। তাদের বদলে বরং আহত রোগী এবং বাস্তুচ্যুত মানুষই হামলায় নিহত হয়েছেন।