নিজ সন্তানকে আছড়ে হত্যা করলেন বাবা

প্রবাহ রিপোর্ট : রাজধানীর হাজারীবাগের বউবাজার এলাকায় নিজের পাঁচ বছরের সন্তানকে আছার দিয়ে হত্যা করেছেন মো. রাসেল নামে এক ব্যক্তি। নিহতের নাম জান্নাতুল। তার বাবা লেগুনা চালক রাসেলকে আটক করা হয়েছে জানিয়ে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ। গত সোমবার বিকেলে জান্নাতুলকে আছড়ে হত্যার চেষ্টা করেন রাসেল। এদিন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় জান্নাতুল। নিহতের পরিবার ভোলার পশ্চিম চড়ভুষন গ্রামের বাসিন্দা। তারা বর্তমানে বউবাজার খালপাড় এলাকায় বসবাস করছে। রাসেল-নাসিমা আক্তার দম্পতির একমাত্র সন্তান ছিল জান্নাতুল। হাজারীবাগ থানার এসআই নাদির শাহ জানান, রাসেল আছাড় দেওয়ায় জান্নাতুল মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, রাসেল মাঝেমধ্যেই তার স্ত্রী-সন্তানকে অত্যাচার করত। গত সোমবার বিকেলে নাসিমা তার সন্তানকে ভাত খাওয়াচ্ছিল। জান্নাতুলে খেতে না চাওয়ায় রাগের বশে তাকে আছাড় দেন রাসেল। এ ঘটনার পরপরই প্রতিবেশীরা থানায় খবর দেন। রাসেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।