জাতীয় সংবাদ

সাবেক এটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর মৃত্যু

প্রবাহ রিপোর্ট : সাবেক এটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট এ জে মোহাম্মদ আলী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাবেক এটর্নি জেনারেল ও সিনিয়র এডভোকেট এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান বিচারপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক প্রকাশ করেছেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন। সিনিয়র এডভোকেট এ জে মোহাম্মদ আলী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত সভাপতি ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button