বগুড়ায় ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরি
![](https://dailyprobaha.com.bd/wp-content/uploads/2023/11/post-fp.webp)
প্রবাহ রিপোর্ট : বগুড়ার সদর উপজেলায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতের কোনো এক সময়ে উপজেলার মাটিডালি এলাকায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখায় এ চুরির ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ। তিনি বলেন, মাটিডালি এলাকায় দ্বিতল ভবনের ওপর তলায় অবস্থিত ব্যাংকের ওই শাখায় ম্যানেজারসহ দুই কর্মকর্তা এবং দুই কর্মচারী মিলে চারজন কর্মরত রয়েছেন। ব্যাংকটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। রাতে কোনো নৈশপ্রহরী ছিল না। এ ছাড়া এ ভবনের ছাদে অনায়াসে যাতায়াত করা যায়।ওসি আরও বলেন, গত বুধবার ব্যাংকের সিন্দুকে টাকা রেখে চলে যান কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার সকালে এসে তারা দেখেন সিন্দুক ভাঙা। ভেতরে রাখা টাকাগুলো নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে বলে জানান ওসি। এ ঘটনায় ওই ব্যাংক শাখা ম্যানেজারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।