গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ : মহাসড়ক অবরোধ
![](https://dailyprobaha.com.bd/wp-content/uploads/2023/11/post-fp.webp)
প্রবাহ রিপোর্ট : বকেয়া বেতন ও বোনাসের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার আনোয়ারা গার্মেন্টসের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় আনোয়ারা গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় মহাসড়কের দুই লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মাওনা হাইওয়ে থানার এসআই ইসমাইল হোসেন জানান, আনোয়ারা গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করে মহাসড়ক অবরোধের করে রাখেন। খবর পেয়ে শিল্প ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।