জাতীয় সংবাদ
উত্তরায় সংঘর্ষ, আহত একজন

প্রবাহ রিপোর্ট : রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে যান। গতকাল শুক্রবার বিকেলে সংঘর্ষে তিনি আহত হন। আহত ব্যক্তির নাম দুলাল হাওলাদার। জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরার জমজম টাওয়ারের মোড় ও ১১ নম্বর সেক্টরে মাইলস্টোনের সামনে শিক্ষার্থীদের গণমিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের গণমিছিল কেন্দ্র করে পুরো উত্তরায় পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ছিল। মিছিলের একপর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পুলিশকে সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখা যায়। ইট-পাটকেল ছোড়ার ঘটনাও ঘটে। আহত এবং প্রত্যক্ষদর্শী দুলাল হাওলাদার জানান, তিনি মাথায় ইটের আঘাতে আহত হন। উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালের জরুরি বিভাগে যান। মাথায় সেলাই লেগেছে।